সোমবার প্রকাশিত খবর অনুযায়ী ভারতে ৫৪৮ টি জেলায় করোনা-আক্রান্ত রোধে সম্পুর্ন লকডাউন করা হয়েছে, ৪৫০ জনেরও বেশি মানুষের শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে, সারা দেশেই এই সংক্রমনের পরীক্ষাকেন্দ্র এবং উপযুক্ত ও পর্যাপ্ত পরীক্ষা কিট (টেস্টিং কিট) এর জন্য হাহাকার উঠতে শুরু করেছে।
এই অবস্থায় গত শনিবার ২১ মার্চ, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে রোগের নমুনা পরীক্ষায় সারা দেশে কেবলমাত্র USFDA (US Food and Drug Administration) অথবা Europian CE অনুমোদিত টেস্টিং কিটই ব্যাবহার করতে হবে!
অথচ এর আগে ICMR (Indian Council of Medical Research) এবং NIV (National Institute of Virology) মোট ৯ ধরণের বিভিন্ন টেস্টিং কিট পরীক্ষা করে যে রিপোর্ট দিয়েছিল তাতে দেখা গেছে জার্মানির কোম্পানি Altona Diagonastics থেকে আমদানি করা কিট এবং পুনাতে অবস্থিত এদেশের কোম্পানি My Lab Diagonastics Pvt. Ltd. এর বানানো টেস্টিং কিট দুটি সম্পূর্ণরূপে উপযুক্ত। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা থাকায় মূলত এদেশের কোম্পানি My Lab Diagonastics Pvt. Ltd. এর বানানো টেস্টিং কিটটিকেই ব্যাবহার করা হবে। My Lab Diagonastics Pvt. Ltd. এর আগে সার্স এবং অন্যান্য সংক্রমণের প্রতিরোধে সফলভাবে কিট বানানোর কাজে অভিজ্ঞ। ICMR এবং NIV এই কিটকে যথাযথ অনুমোদনও দিয়ে দিয়েছিল।
My Lab Diagonastics Pvt. Ltd. এর পক্ষ থেক জানানো হয়েছিল তারা প্রতি সপ্তাহে ১ লক্ষ কিট প্রস্তুত করতে সক্ষম, করোনা সংক্রমণের চিহ্নিতকরণের জন্য তারা যে কিট প্রস্তুত করেছে তা ব্যাবহার করে একবারে ২৮ টি স্যাম্পলের স্ক্রিনিং সম্ভব হবে, ৬-৭ ঘন্টায় ৭০টি স্যাম্পলের স্ক্রিনিং’র ফলাফল জানা যাবে।
এই মুহূর্তে সারা পৃথিবীতে Testing Done Per Million সূচকের ভিত্তিতে ভারতের স্থান সবচেয়ে নিচে, ভারতে ঐ সংখ্যা মাত্র ৬.৮ - অর্থাৎ সংক্রমণ চিহ্নিত করতে ভারত সবচেয়ে পেছিয়ে রয়েছে। তাই এখনই প্রয়োজন সংক্রমণ চিহ্নিত করতে বিপুল সংখ্যায় টেস্টিং কিটের। সেই প্রয়োজন মাথায় রেখেই ICMR এবং NIV মোট ৯ ধরণের বিভিন্ন টেস্টিং কিট পরীক্ষা করে রিপোর্ট দিয়েছিল যার ভিত্তিতে পুনার কোম্পানি My Lab Diagonastics Pvt. Ltd.’র প্রস্তুত করা কিটকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
শনিবার ২১ মার্চ, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকায় যেভাবে USFDA (US Food and Drug Administration) অথবা Europian CE অনুমোদিত টেস্টিং কিটই ব্যাবহার করার নির্দেশ দেওয়া হয়েছে তাতে সংশ্লিষ্ট চিকিৎসক, প্রযুক্তিবিদ এবং বিজ্ঞানীরা বিস্ময় প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা থাকায় কিভাবে USFDA অথবা Europian CE অনুমোদিত টেস্টিং কিট এদেশে বিপুলভাবে এবং দ্রুত এদেশে আনা হবে সেই নিয়ে সকলেই দুশ্চিন্তায় পড়েছেন।
এই নির্দেশিকার প্রেক্ষিতে Association of Diagnostics Manufacturers of India’র পক্ষ থেকে বীণা কোহলি সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চিঠি লিখেছেন।
সরকারি ঐ নির্দেশিকায় দেখা যাচ্ছে USFDA (US Food and Drug Administration) অথবা Europian CE অনুমোদিত টেস্টিং কিট তৈরি এবং বিক্রি সংক্রান্ত বরাত পেয়েছে একমাত্র আমেদাবাদের কোম্পানি CoSara Diagonastics Pvt. Ltd! মাত্র দুই বছর আগে গজিয়ে ওঠা এই কোম্পানির তৈরি কিটকেই একচেটিয়া ভাবে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে ঐ সরকারি নির্দেশনামায়। এই CoSara Diagonastics Pvt. Ltd কাদের? এই কোম্পানির ডাইরেক্টর হচ্ছেন মেহুল সারাভাই। মেহুল সারাভাই’র বাবা হলেন কার্তিকেয় সারাভাই যিনি মোদীর পাশে দাঁড়িয়ে ট্রাম্পের বিদেশ সফরের সময় তার কন্যা মেলানিয়া ট্রাম্পের গলায় উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন।
এরকম নির্দেশনামা জারি করার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সন্দেহ জাগছে, অনেকটা রাফালে’র ঘটনার মতোই এই ক্ষেত্রেও বরাত পাইয়ে দিতেই সরকার এমন করেছে।
চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে হৈচৈ পড়ে যায়, ৩০ জানুয়ারি দেশে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। এই দুইমাস কেন্দ্রীয় সরকার চুপ করে না থেকে প্রথম থেকেই যথাযথ পদক্ষেপ নিলে এখন এতটা দুরবস্থা হতো না।
দেশের দুরবস্থায় যখন প্রচুর কিটের প্রয়োজন মেটাতে ICMR (Indian Council of Medical Research)এবং NIV(National Institute of Virology)’র মতো সংস্থাগুলি যুদ্ধ পরিস্থিতি অনুসারে কাজ করছে তখনই তাদের সরাসরি উপেক্ষা করে এইধরনের সিদ্ধান্ত কি আরেকটি কেলেঙ্কারির সুচনা করল?
… চলবে