" দেশ বিক্রী নয় রক্ষা চাই "
স্লোগান কে সামনে রেখে মোট ১২ দফা দাবিতে ৩রা জুলাই সর্বভারতীয় প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সহ সমস্থ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্প ভিত্তিক ফেডারেশন সমুহ। মূলত যে দাবি গুলির ভিত্তিতে প্রতিবাদ কর্মসূচি , সেগুলি হল:
*কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,
* শ্রম আইন স্থগিত ও সংশোধন,
* শ্রমিকদের ৮ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা,
*রেল-কয়লা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণ,
*লকডাউনের সময় সকল শ্রমিককে ৭৫০০ টাকা দেওয়ার দাবিতে,
*সকলের জন্য রেশনে খাদ্যশস্য দেওয়ার দাবিতে,
*লকডাউনের সময় বকেয়া বেতনের দাবিতে
*পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
সহ মোট ১২ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় সারা দেশ সহ রাজ্য জুড়ে।
রাজ্যে মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচি পালিত হয় রানী রাসমণি রোডে। সেই মত দুপুর দু'টো নাগাদ আন্দোলনে অংশগ্রহণকারী নেতা কর্মীরা জড়ো হন,পোস্টার, প্ল্যাকার্ড ,হাতে বিভিন্ন শিল্পের শ্রমিক কর্মচারী রা, ট্রেড ইউনিয়নের কর্মীরা। দুপুর ২.৩৫ নাগাদ ট্রেড ইউনিয়নের নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব সহ ৫৮ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদ শুরুর আগেই গ্রেফতার এটা পশ্চিমবঙ্গে স্বাভাবিক ঘটনা।
কয়লা খাদানে ধর্মঘট হোক বা মোদি সরকারের শ্রমিক বিরোধী নীতিগুলির কোন প্রতিবাদ মমতা ব্যানার্জির প্রশাসন মেনে নেয় না। বিক্ষোভ হওয়ার আগেই নেতৃত্বদের ঠেলতে ঠেলতে টেনে হিঁচড়ে প্রিজম ভ্যান তুলে গ্রেপ্তার করে মমতা সরকারের পুলিশ।
এতদ বাঁধা সত্ত্বে ও কলকাতা তেই শুধু ৭০ টি জায়গায় এই কর্মসূচি পালিত হয়।
শেয়ার করুন