হাইকোর্টের রায়ে ভাটপাড়া পুনর্দখল হলো না তৃণমূলের

কলকাতা, ২ জানুয়ারি— ভাটপাড়া পৌরসভায় তৃণমূল কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাবের নোটিস খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশের ফলে বৃহস্পতিবার পৌরসভায় যে ভোটাভুটি হয়েছিল, তাও বাতিল হয়ে যায়। ভাটপাড়া পৌরসভা এখন বিজেপি’র দখলে আছে। লোকসভা নির্বাচনের পরই গত ২৩ মে ভাটপাড়া পৌরসভার তৃণমূলের কাউন্সিলররা বিজেপি’তে যোগ দিয়ে নতুন বোর্ড গঠন করেছিলেন। সেই বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন বিজেপি’র সৌরভ সিং, যিনি একদা তৃণমূল ও বর্তমানে বিজেপি’র নেতা অর্জুন সিংয়ের ভাইপো। এরপরই তৃণমূল কংগ্রেস পৌরসভা পুনরায় দখল করার কাজ শুরু করে। গত ৪ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের তিনজন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবের নোটিস দিয়েছিলেন। এই ঘটনার পরই চেয়ারম্যান আগামী ২০ জানুয়ারি কাউন্সিলরদের আলোচনার জন্য বৈঠকের দিন স্থির করেন। কিন্তু এই তার আগেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তলবী সভা ডেকে অনাস্থা প্রস্তাব অনুমোদন করিয়ে নেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়ে ১৯টি। ওই ১৯ জন কাউন্সিলরই এ দিন উপস্থিত হয়েছিলেন, যদিও ভাটপাড়া পৌরসভায় কাউন্সিলরের মোট সংখ্যা ৩৫। অভিযোগ, বিরোধী কোনও কাউন্সিলরকে ভোটে অংশ নিতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানোও হয়, ভাটপাড়া পৌরবোর্ড পুনরায় তারা দখল করেছে। এদিকে এই অনাস্থা নোটিসকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, অনাস্থার নোটিস পাওয়ার পর পৌর আইন মেনে চেয়ারম্যান বৈঠকের আয়োজন করেননি। ফলে তলবি সভা ডেকে যে অনাস্থা ভোট নেওয়া হয়েছে, তা আইনসঙ্গত। অন্যদিকে আবেদনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই মামলার সঙ্গে রাজ্য সরকার যুক্ত হচ্ছে কেন। তিনি আদালতের বিভিন্ন রায় উল্লেখ করে বলেন, অনাস্থার এই নোটিস এবং ভোট অবৈধ। বিচারপতি অরিন্দম সিনহা উভয় পক্ষের বক্তব্য শুনে তাঁর নির্দেশে অনাস্থার নোটিস খারিজ করে দেন। ফলে সেই নোটিসের ভিত্তিতে যে ভোটাভুটি হয়েছে, তাও বাতিল হয়ে গেল। এই নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আদালতের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিসন বেঞ্চে মামলা দায়ের করা হবে।
শেয়ার করুন

উত্তর দিন