কমরেড জহর সাঁতরার মৃত্যুদিনে রক্তদান শিবির

অবিভক্ত মেদিনীপুর জেলার ১৯৮২ সাল থেকে সিপিআই(এম) জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন কমরেড জহর সাঁতরা। গত ২০০৭ সালে ১৭ মে পার্টির ক্লাস নিয়ে ফেরার সময়, গাড়ি দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয় কমরেড জহর সাঁতরার। তার পর থেকে প্রতি বছর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

প্রতিবছরের মত এবছরও কমরেড জহর সাঁতরার মৃত্যুদিনে রবিবার ১৭ মে সিপিআই (এম) ঘাটাল এরিয়া কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয় সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে।আগাম প্রশাসনের অনুমতি নেওয়া হয় ।করোনা আবহে সমস্ত নিয়মবিধি মানা সত্ত্বেও পুলিশ বাধা দেয় রক্তদান কর্মসূচিতে। শারিরীক দূরত্ব বিধি মেনেই পার্টির কর্মী, সমর্থক, সাধারণ মানুষ রক্তদান কর্মসূচিতে এগিয়ে এসেছিলেন। পুলিশের বাঁধা অতিক্রম ৫ জন মহিলা সহ ৭০ জন রক্তদান করে । সকাল থেকে রক্তদান করার জন্য অন্তত ১০০জন মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক ৭০ জনের বেশি রক্ত নিতে পারবে না বলে জানায়। মানুষের উৎসাহ দেখে পুলিশ বাড়াবাড়ি করতে সাহস পায়নি। সর্বজন সম্মানীয় কমরেড জহর সাঁতরার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরে স্থানীয় মানুষ, এলাকার যুবক-যুবতীদের উৎসাহ- উদ্দীপনা ছিল চোখে পরার মত।


শেয়ার করুন

উত্তর দিন