দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের নায়ক নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত বিশপ ডেসমন্ড টুটু'র মৃত্যুতে AIPSO 'র বিবৃতি.....
আর্চবিশপ ডেসমন্ড টুটু
সারা ভারত শান্তি ও সংহতি সংঘ আর্চবিশপ ডেসমন্ড টুটু র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। জাতি বিদ্বেষ এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন তিনি। জাতি বিদ্বেষের বিরুদ্ধে জনসাধারণকে সাথে নিয়ে বহু ঐতিহাসিক সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। দুনিয়াজুড়ে এহেন অন্যায়ের প্রতিবাদে জনমত গঠনেও তার অবদান বিরাট। নোবেল শান্তি পুরস্কার তার মতো ব্যক্তিত্বকে মানায়। তার মৃত্যুতে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইতে আমরা একজন কিংবদন্তী কে হারালাম। দক্ষিণ আফ্রিকায় তার লড়াই সংগ্রামের ইতিহাস সেদেশের প্রজন্মের পরে প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে। সারা পৃথিবীতেই বহু যুবক যুবতী তার মহান কর্মকাণ্ডে প্রভাবিত হয়েছেন।
তার মৃত্যুকে এ আই পি এস ও বিশ্ব মানবতার নিরিখে এক বিরাট শুন্যতার সাথে তুলনা করছে। আজকের পৃথিবীতে দক্ষিণপন্থী রাজনীতি যখন মানুষের উপরে নির্যাতন বাড়িয়ে চলেছে তার প্রতিবাদে নিজেদের অধিকার সুরক্ষিত করতে মাথা তোলার লড়াইতে তিনি ছিলেন অন্যতম নেতা। এই সকল মানবতা বিরোধী শক্তিগুলি কে পরাস্ত করার লক্ষ্যে লড়াই সংগ্রামে একনিষ্ঠতাই হবে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।
নিলোৎপল বসু
সভাপতিমণ্ডলীর সদস্য
পল্লব সেনগুপ্ত
সাধারণ সম্পাদক
শেয়ার করুন