Biman Basu Statement

রাজ্যের ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে বিমান বসুর বিবৃতি

সম্প্রতি কসবা সোনারপুর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় টিকাকরণ শিবিরকে কেন্দ্র করে বড় মাপের কেলেঙ্কারি জনসমক্ষে এসেছে। এটা বিস্ময়কর যে বিগত কয়েকমাস ধরে কলকাতা কর্পোরেশনের লোগো ও সাইনবোর্ড ব্যবহার করে এক ব্যক্তি নিজেকে আইএএস পরিচয় দিয়ে ভূয়ো সংস্থা চালিয়েছে, কিন্তু পুলিশ বা কর্পোরেশন তার কোনো খবরই পেল না। অথচ বছরখানেক আগেই ঐ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ ছিল। আমরা গভীর ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে পুলিশ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয়নি। এই ভূয়ো ব্যক্তির অবাধ যাতায়াত ছিল শাসক দলের মন্ত্রী-সাংসদ-কলকাতা কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর সদস্য-আমলাদের অনেকেরই সঙ্গে। ভ্যাকসিন কেলেঙ্কারির প্রকৃত দোষী এবং এর সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেহেতু সরকারী দলের বহু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা যুক্ত আছেন বলে অভিযোগ এবং প্রাথমিক তথ্য প্রমাণও জনসমক্ষে এসেছে, ইতিমধ্যেই আদালতে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছে, তাই এই তদন্ত আদালতের তত্ত্বাবধানেই করতে হবে। বামফ্রন্ট দাবি জানাচ্ছে অবিলম্বে আদালতের তত্ত্বাবধানেই উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত করতে হবে।


শেয়ার করুন

উত্তর দিন