কমিউনিস্ট পার্টি মন্মথনাথ সরকারকে কোনো পুরস্কার দিতে পারেনি। তিনি পার্টির কর্মশীল সভ্য ছিলেন। পুরস্কার তিনি নিতেই বা যাবেন কেন?

কমিউনিস্ট পার্টি মন্মথনাথ সরকারকে কোনো পুরস্কার দিতে পারেনি। তিনি পার্টির কর্মশীল সভ্য ছিলেন। পুরস্কার তিনি নিতেই বা যাবেন কেন?
কমরেড মুজফফর আহমদের জন্মদিনে আমাদের শপথ নিতে হবে।
যে মুহূর্তে আমরা মস্তিস্ক প্রসুত বিশুদ্ধ জ্ঞানের অনুভবে মজে গেলাম, তখনই যাচাই করে নেওয়ার তাগিদটুকু চলে গেল।
আসন্ন নির্বাচনের দিকে নজর রেখে শুধুমাত্র সাম্প্রদায়িক মেরুকরণকে তীক্ষ্ণ করার উদ্দেশ্যেই এই ঘটনা সংগঠিত হয়েছে।
সাম্প্রদায়িক চিন্তাভাবনা সরকারীভাবে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্তদেরকে কিভাবে প্রভাবিত করছে এই ঘটনায় তা স্পষ্ট হয়ে যায়।
শ্রেণিবিভক্ত সমাজে যতদিন শোষক – শোষিত থাকবে ততদিনই ওরা-আমরাও থাকবে।
এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য সিট গঠন করে খুনিদের চিহ্নিত করা হোক।
তিনি ‘দেশাচারের দাস’ নন। শাস্ত্র বিষয়ে তাঁর আলাদা করে কোনও মোহ নেই। কিন্তু তিনি জানতেন, সাধারণ মানুষের আছে।
মণিপুরের বিজেপি সরকার এই নৃশংসতায় যুক্ত অপরাধীদের আড়াল করতে সরাসরি জড়িত।
আরএসএস-বিজেপি’র সরকার আরেকবার ক্ষমতায় এলে ভারতের চরিত্রই বদলে যাবে- আর তাই বিজেপি’কে হারাতেই হবে।