চা বাগানের শ্রমিকদের যৌথ আন্দোলনের ফলে মজুরি বাড়াতে বাধ্য হল মালিক পক্ষ...

২০ জুলাই ২০২০ ওয়েবডেস্কের প্রতিবেদন
নতুন বাগান মালিকদের ছয়টি ইউনিয়ন শ্রমিক সংগঠন গুলোর সাথে কোন রূপ আলোচনা না করে একতরফা ভাবে ১লা জুলাই থেকে দৈনিক মজুরি ১৫৯ টাকা ঘোষণা করে। দলমত নির্বিশেষে বাম শ্রমিক সংগঠনের নেতৃত্বে যৌথ ভাবে এর প্রতিবাদে সামিল হয়। গত সাত দিনে ধরে শ্রমিকরা বাগানে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়ে এক বেলা কাজ শুরু করে ।

জয়েন্ট ফোরাম দীর্ঘ দাবি ছিল ন্যুনতম মজুরির। শ্রমিকদের অভিযোগ সরকার একতরফা মজুরি ১৭৬ টাকা নির্ধারণ করলো। সেই সিদ্ধান্তও নতুন বাগান মালিকরা মানলো না । "সমান কাজ সমান মজুরি" এই দাবিতে মালিক পক্ষের একতরফা মজুরি নির্ধারণের বিরুদ্ধে "কম মজুরি কম কাজ" এই শ্লোগান দিয়ে এক বেলা কাজ করা শুরু হয়। এদিকে আরিয়ান চা বাগানের কর্তৃপক্ষ সরকার নির্ধারিত মজুরি দিতে সম্মত হয়েছে বলে জানা যায়। ফলে শ্রমিকরা আবার স্বাভাবিক কাজ কর্মে ফিরে যায়। কিন্তু বাকি বাগান গুলোতে এখনও লড়াই চলছে বলে জানা গেছে। জয়েন্ট ফোরামের দাবি যতক্ষণ দাবি না মিটছে ততক্ষণ এই লড়াই চলবে।

আরিয়ান চা বাগানের বাম শ্রমিক নেতা অনিমেষ মন্ডলের, দাবি শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে মালিক আমাদের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হয়েছে, এই আন্দোলনের ধারাবাহিকতা অন্য চা বাগান গুলিতেও চলবে। পাশাপাশি বাকি বাগানের শ্রমিকদের লড়াই করার আহবান জানান তিনি।


শেয়ার করুন

উত্তর দিন