Left Parties Joint Statement

২৫ সেপ্টেম্বরের ভারত বনধ সফল করুন

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী ২৫ সেপ্টেম্বরের ভারত বনধ সমর্থন করুন

তারিখঃ বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

প্রেস বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ), ভারতের কমিউনিস্ট পার্টি, সারা ভারত ফরোয়ার্ড ব্লক, রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী)-লিবারেশন একযোগে নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী ২৫ সেপ্টেম্বরের ভারত বনধ সমর্থনের আহ্বান জানানো হচ্ছে।

কৃষি আইনসমূহ বাতিল এবং ন্যূনতম সহায়তা মূল্যের আইনি নিশ্চয়তার দাবীতে কৃষকদের ঐতিহাসিক সংগ্রাম তার দশম মাসেও অব্যাহত রয়েছে। সংগ্রামরত কৃষকদের সাথে কোনোরকম আলোচনার মাধ্যমে সমাধানসুত্র খুঁজে বের করতে মোদী সরকার বারংবার অস্বীকার করছে। মোদি সরকারের এহেন আচরণের নিন্দা করার সাথে বাম দলগুলি এই দাবিও করছে যে নয়া কৃষি আইনসমূহ অবিলম্বে বাতিল করা হোক, ফসলের বিক্রিতে ন্যুনতম সহায়ক মূল্য (এমএসপি) বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হোক, ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন পরিকল্পনা এবং নয়া শ্রম কোড বাতিল করা হোক। বামদলগুলির পক্ষ থেকে সারা দেশে নিজেদের সমস্ত ইউনিটকে আগামী ২৫ সেপ্টেম্বর, ভারত বনধ সফল করতে সক্রিয় হবার আহ্বান জানাচ্ছে। দেশের জনগণের সমীপে এই ভারত বন্ধকে সমর্থন করার জন্য বামদলগুলির পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে।

সাক্ষর

সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )

ডি রাজা, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি

দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, সারা ভারত ফরোয়ার্ড ব্লক

মনোজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি

দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী)-লিবারেশন

[সিপিআই(এম)-এর কেন্দ্রীয় দফতর হতে প্রকাশিত ]


শেয়ার করুন

উত্তর দিন