আম্বেদকর জয়ন্তীতে বাম দলগুলির অঙ্গীকার

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন, সারা ভারত ফরোয়ার্ড ব্লক এবং রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি একসাথে নিম্নলিখিত বিবৃতি দিয়েছে।

১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী পালনের কর্মসূচি প্রসঙ্গে

আগামী ১৪ এপ্রিল বিকাল ৫ টায় নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে লকডাউনে প্রযোজ্য নিয়মবিধির মধ্যে থেকেই আম্বেদকর জয়ন্তী পালন করার জন্য সমস্ত বাম দলের পক্ষ থেকে দেশের জনগণের উদ্দেশ্যে আহ্বান জানানো হচ্ছে।

১. দেশের সংবিধানকে রক্ষা করুন।

২. লকডাউনে আটকে পড়া গরীব দুঃস্থ মানুষদের হাতে এখনই নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেবার জন্য দাবি তুলুন সবাই।

৩. ধর্মীয় আস্থা, জাতি, লিঙ্গ অথবা প্রতিবন্ধকতার ভিত্তিতে যেকোনো প্রকারের সামাজিক বৈষম্যকে দূরে সরিয়ে মানুষের মধ্যে সামাজিক ঐক্যকে আরও মজবুত করে তুলতে হবে। মহামারী থেকে বাঁচতে লকডাউনের বিধিনিষেধের অজুহাতে মানুষের জীবন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমন অথবা অস্পৃশ্যতা কিংবা বৈষম্যের কোনরকম বহিঃপ্রকাশ চলতে দেওয়া যাবে না।

এক্ষেত্রে সবার জন্য আমাদের আহ্বান “সামাজিক সংহতিকে দৃঢ় রেখেই কায়িক দুরত্ব বজায় রাখুন”, সামাজিক দুরত্বের অর্থ মানুষের মধ্যে ভেদাভেদ কখনো নয়।

৪. মায়া-রহস্যাশ্রিত মতবাদ, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে মানুষকে শিক্ষিত করতে আম্বেদকরের উপদেশসমূহকে মনে রেখেই আমরা এই শপথ গ্রহণ করছি। লকডাউন চলাকালীন যে সমস্ত মানুষের জীবন-জীবিকা সংকটে রয়েছে তাদের প্রয়োজনে পাশে থাকার উদেশ্যে আরও বেশি সদর্থক ভূমিকা পালন করতে গৃহীত সেই শপথকে আরও বিস্তৃতরুপে কার্যকর করতে সচেষ্ট হবো আমরা।

এই সময়ে কোন জমায়েতের আয়োজন করে মূর্তিতে মাল্যদানের কর্মসূচি পালন করা সম্ভব নয়। তাই সকলে নিজেদের সুরক্ষিত রেখে সুবিধামত যেখানে যেভাবে পারবেন ১৪ তারিখে বিকাল ৫ টায় এই শপথ গ্রহণ করুন।

সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, সিপিআই(এম)

ডি রাজা, সাধারণ সম্পাদক, সিপিআই

দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, সিপিআই(এমএল)-লিবারেশন

দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, এআইএফবি

মনোজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, আরএসপি
শেয়ার করুন

উত্তর দিন