Site icon CPI(M)

AIKS Called For Struggle

AIKS Statement

সারা ভারত কৃষক সভার বিবৃতি

কৃষকদের উপরে আক্রমন বন্ধ করতে হবে, সারের বর্ধিত দাম খারিজ করতে হবে

নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বেসরকারি সার উৎপাদক সংস্থাগুলিকে রাসায়নিক সারের দাম বাড়ানোর ছাড়পত্র দিয়েছে সারা ভারত কৃষক সভা সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছে। ডাই অ্যামনিয়াম ফসফেট সারের দাম ছিল ২৪০০০টাকা / মেট্রিক টন, সেই দাম ২০২১ সালে প্রতি মেট্রিক টনে ১৪০০০ টাকা বেড়ে হয়েছে ৩৮০০০টাকা / মেট্রিক টন। কৃষকেরা এই সারের ৫০ কেজির বস্তা ক্রয় করতেন ১২০০ টাকা দিয়ে, এখন কিনতে হবে ১৯০০ টাকা / বস্তা। এন পি কে (নাইট্রোজেন-ফসফরাস এবং পটাসিয়াম) যৌগ সারের দামও বেড়েছে অস্বাভাবিক হারে, এন পি কে – ১ সারের দাম ২৩৫০০ টাকা / মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ৩৫,৫০০ টাকা / মেট্রিক টন। এন পি কে – ২ সারের দাম ছিল ২৩৭০০ টাকা / মেট্রিক টন, এখন সেই দাম হল ৩৬০০০টাকা / মেট্রিক টন। এন পি (নাইট্রোজেন-ফসফরাস) সার এখন থেকে প্রতি মেট্রিক টন ২৭,৫০০ টাকায় বিক্রি হবে, আগের বছর এই দাম ছিল ১৮,৫০০ টাকা/ মেট্রিক টন। সারা ভারত কৃষক সভা দাবী করছে অবিলম্বে রাসায়নিক সারে সমস্ত বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

দুই মাস পূর্বেই ঘোষণা করা হয়েছিল রাসায়নিক সারের দাম বাড়ানো হবে না কারন তার ফলে চাষের কাজে কৃষকদের উৎপাদন খরচ (ইনপুট কস্ট) বেড়ে যাবে, এরই মধ্যে আইএফএফসিও ( ইন্ডিয়ান ফারমার্স ফার্টিলাইজারস কোঅপারেটিভ লিমিটেড) যেভাবে বর্ধিত দামের তালিকা প্রকাশ করেছে তা এক নিদারুন রসিকতা। এমনটা হতে পারছে কারন সার উৎপাদন ক্ষেত্রকে মোদী সরকার সম্পূর্ণরুপে বিনিয়ন্ত্রনের সিদ্ধান্ত নিয়েছে, সার উৎপাদক সংস্থাগুলিও কৃষকদের প্রাপ্য ভর্তুকির অর্থ না দিয়েই সারের চড়া বিক্রয়মূল্য ধার্য করছে। মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুন করার কথা বলে কার্যত কৃষকদের দুর্দশা দ্বিগুন করে চলেছে।

ইতিমধ্যেই অপরিকল্পিত লকডাউন, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দামবৃদ্ধি এবং চাষের কাজে অন্যান্য নান খাতে খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা যথেষ্ট দুর্দশার শিকার হয়েছেন – এমতাবস্থায় রাসায়নিক সারের এমন দাম বেড়ে যাওয়ায় তারা আরও সমস্যায় পড়বেন। একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (জ্বালানী) দাম অনেকটাই কম –

রাসায়নিক সার ২০২০ সালের মূল্য ২০২১ সালের মূল্য
DAP
২৪,০০০.০০ / মেট্রিক টন এবং ১২০০.০০ / ৫০ কেজির বস্তা
৩৮,০০০.০০ / মেট্রিক টন এবং ১৯০০.০০ / ৫০ কেজির বস্তা
NPK -I
২৩,৫০০.০০ / মেট্রিক টন এবং ১১৭৫.০০ / ৫০ কেজির বস্তা
৩৫,৫০০.০০ / মেট্রিক টন এবং ১৭৭৫.০০ / ৫০ কেজির বস্তা
NPK – II ২৩,৭০০.০০ / মেট্রিক টন এবং ১১৮৫.০০ / ৫০ কেজির বস্তা ৩৬,০০০.০০ / মেট্রিক টন এবং ১৮০০.০০ / ৫০ কেজির বস্তা
NP ১৮৫০০.০০ / মেট্রিক টন এবং ৯২৫.০০ / ৫০ কেজির বস্তা ২৭,০০০.০০ / মেট্রিক টন এবং ১৩৫০.০০ / ৫০ কেজির বস্তা

সারা ভারত কৃষক সভা দেশজুড়ে নিজেদের প্রতিটি ইউনিটকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নির্দেশ দিচ্ছে।

সাক্ষর

অশোক ধাওয়ালে

সভাপতি

হান্নান মোল্লা

সাধারণ সম্পাদক

শেয়ার করুন