বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দলের পক্ষে পুনরায় যৌথ চিঠি মুখ্যমন্ত্রী কে

বৃহস্পতিবার,১৬ এপ্রিল ২০২০

বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে যৌথভাবে ,রাজ্যে (West Bengal) করোনা ভাইরাস (Coronavirus)মোকাবিলার সমস্যা ও সমাধানের কথা তুলে ধরে, পুনরায় (3rd Letter) চিঠি দেয়া হলো মুখ্যমন্ত্রী (Chief Minister)কে।



লক ডাউনের ২১দিন অতিক্রান্ত হবার পরে , পুনরায় ,৩ মে পর্যন্ত লক ডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেষ সাংবাদিক বৈঠকে, লক ডাউনের সময়সীমা বাড়ানোর ঘোষণা ছাড়া, সাধারণ মানুষের দৈনন্দিন রুটি রুজির প্রশ্নে সুরাহার কোনো বার্তা দেননি।

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের খাদ্য সংকট নিয়ে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাষণে রেশন নিয়ে প্রচুর প্রতিশ্রুতি সাধারণ মানুষ শুনলেও , রেশন দোকানে গিয়ে বাস্তবে তার কোন মিল পাওয়া যাচ্ছে না। খাদ্যের সংকট অনাহারে মানুষের মৃত্যু মিছিল শুধু সময়ের অপেক্ষা। তাই ঘোষণা মত বাড়িবাড়ি চাল, ডাল, আটা, আলু ইত্যাদি প্যাকেট পৌঁছানোর ব্যবস্তা করতে হবে।

একমাত্র কেরালা ছাড়া গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে ওই মারণ ভাইরাস বাসা বেঁধেছে আরো ১৭জনের শরীরে ।রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন যদিও কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ২১৩জন। তথ্যের অমিল নজরে পরছে সবার। তথ্য বিকৃতির পাশাপাশি অন্য রাজ্যের তুলনায়, বাংলায় করোনার পরীক্ষা অনেক কম হচ্ছে। এর আগেই CPI(M) পার্টির পক্ষ থেকে সূর্যকান্ত মিশ্র দাবি করেছিলেন ,'পলিমারাইজ চেইন রিয়াকশন'ও.ব্যাপিড টেস্ট আরো বেশি সংখ্যায় মানুষের মধ্যে করতে হবে।

এর পাশাপাশি গ্রাম ও শহরের দুর্বল চিত্র তুলে ধরেন তাদের চিঠির মাধ্যমে। ক্ষেত মজুর, দিনমজুর, অসংগঠিত শ্রমিক, চট কল,বিড়ি ,দর্জি, নির্মাণ শিল্প সহ ছোট মাঝারি শিল্প , ক্ষুদ্র ছোট ব্যবসায়ী দিন আনা দিন খাওয়া মানুষদের পেটে খাদ্য ও পকেটে অর্থ যোগান দেবার দাবি জানান।

মুখ্যমন্ত্রীর কাছে, দাবি করা হয়েছে,
১)প্রতিটি মানুষের জন্য খাদ্যের সংস্থান নিশ্চিত করতে হবে। করোনার বেঁচে ক্ষিদের জ্বালায় মানুষ মরবে সেটা কাম্য নয়।
২)করোনা রোগ সংক্রমণ, চিকিৎসা সংক্রান্ত তথ্য বিকৃত নয়।
৩)গরিব বিপর্যস্ত মানুষের খাদ্য অর্থের সংস্থান করার জন্যে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়াতে হবে।


ছবি:Google Image
শেয়ার করুন

উত্তর দিন