বিদ্যুত বিলের ছাড় দেওয়ার আবেদন জানিয়ে আজ মুখ্যমন্ত্রীকে যৌথভাবে চিঠি দেয়া হলো, বাম ও কংগ্রেস পারিষদের পক্ষ থেকে।
রাজ্য জুড়ে লক ডাউন চলছে, প্রায় একমাস অতিক্রান্ত।যতদিন যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে। অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য মানুষের নেই। ক্ষেত্রমজুর, দিন মজুর, অসংগঠিত শ্রমিক, অস্থায়ী ক্যাজুয়াল - চুক্তি ভিত্তিক শ্রমিক , কর্মচারী , প্রাইভেট টিউটর, ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি জীবিকার মানুষ গভীর সংকটে। এই দুর্বিষহ অবস্তায় বিদ্যুতের বিলের প্রবল ধাক্কা জনগণের পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই কথা উল্লেখ করে আজ মুখ্যমন্ত্রী কে যৌথভাবে চিঠি দেওয়া হলো বাম ও কংগ্রেস পারিষদের পক্ষ থেকে।
চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যুতের দাম দেশের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, এর আগে বহুবার বলেও সুরাহা হয়নি। বিদ্যুত পর্ষদ অথবা CESE উভয়েরই এলাকাতে বিদ্যুতের বিলের যথা সম্ভব ছাড় দেওয়া জরুরী। প্রসঙ্গত বলা হয় , দিল্লি , তামিলনাড়ুর মত বেশ কিছু রাজ্যে সারা বছরের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ব্যবহারে ছাড় দেওয়া হয়।
রাজ্যের মানুষের আবশ্যক জরুরি প্রয়োজনের বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী কে পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয়।
ভিডিও দেখতে নিচের লিংক ব্যবহার করুন
Dr. Sujan Chakraborty On Letter To Cheif Minister
শেয়ার করুন