শ্রী গগৈ’র মনোনয়ন বাতিল করতে হবে
১৭ মার্চ,২০২০,মঙ্গলবার
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছেভারতের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী রঞ্জন গগৈ’কে মোদী সরকার রাজ্যসভায় মনোনীত করেছে, সিপিআই(এম) পলিট ব্যুরো এই কাজের দৃঢ় প্রতিবাদ করছে। প্রাক্তন প্রধান বিচারপতিকে রাজ্যসভায় মনোনীত করার মধ্যে দিয়ে মোদী সরকার নির্লজ্জ্বভাবে দেশের বিচারব্যাবস্থার স্বাধীনতা ধ্বংস করছে এবং একইসাথে আমাদের দেশের সংবিধানে সন্নিবিষ্ট অলঙ্ঘনীয় নীতি হিসাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মধ্যে যেভাবে ক্ষমতার বণ্টন করা রয়েছে সেই বিন্যাসকে নষ্ট করে দেওয়া হচ্ছে। হাস্যকর ব্যাপার এই যে গত বছর প্রধান বিচারপতি হিসাবে কাজ কর্তব্যরত থাকার সময় গগৈ নিজস্ব ব্যানে উল্লেখ করেছিলেন “একটি সমর্থ দৃষ্টিভঙ্গির দ্বারা বলা যায় বিচারপতিদের অবসরোত্তর নিয়োগ, বিচারব্যাবস্থার স্বাধীনতায় একটি ক্ষত বিশেষ”।
দ্বিধাহীনভাবে সিপিআই(এম) আগেই জানিয়েছে, দেশের সাংবিধানিক নীতির অধীনে থাকা ভারতের বিচারব্যাবস্থা শুধুমাত্র স্বাধীনই নয়, আইনের শাসন কায়েম রাখতে তার গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচার পেতে বিলম্ব হওয়া, মধ্যরাত্রে হাইকোর্টের বিচারপতিদের অন্যত্র অপসারণ, ধারা ৩৭০ কে রদ করার বিরুদ্ধে এবং সিএএ নিয়ে দাখিল করা মামলায় দেরি হওয়ার ঘটনাবলি জনগণের ভরসা জাগাতে পারেনি এবং তাদের ন্যায্য আশাপূরণের সাথেও অসংগতি দেখিয়েছে।
জনমানসে ব্যাপ্ত একটি সমালোচনা চলছে যে দেশের বিচারব্যাবস্থার উপরে আইনের কার্যনির্বাহীদের দ্বারা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এর দ্বারা বিচারব্যাবস্থাকে নিজের কর্তব্য পালনে অপারগ করে তোলা হচ্ছে - এই আলোকেই পলিট ব্যুরো সরকারের পক্ষ থেকে প্রাক্তন প্রধান বিচারপতিকে রাজ্যসভায় মনোনীত করার ঘটনাকে বিচার করছে এবং এই ঘটনার তীব্র বিরোধিতা জানাচ্ছে। দেশের সংবিধানের মর্মবস্তুর স্বার্থে এই প্রবণতা ত্বরিত সঠিক দিশায় আনা দরকার। তাই, ভারতের রাষ্ট্রপতির কাছে পলিট ব্যুরোর আবেদন, শ্রী গগৈ’র মনোনয়ন বাতিল করতে হবে।
শেয়ার করুন