২ জুলাই, ২০২৫
প্রেস বিবৃতি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত ইএলআই (এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ) প্রকল্প-এর বিরোধিতা করছে। এই প্রকল্পের মাধ্যমে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে অর্থ সরবরাহ করা হবে। এটি বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আরেকটি চক্রান্ত, যা শ্রমিকদের স্বার্থের ক্ষতি করে কর্পোরেটদের সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। এটি পক্ষপাতদুষ্টতার আরও একটি উদাহরণ।
ইএলআই প্রকল্পটি আসলে এক প্রতারণামূলক প্রকল্প, যা জনগণের টাকা কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। চাকরি সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ ও সামাজিক সুরক্ষার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। এই প্রকল্প দুর্বল ও নিরাপত্তাহীন চাকরি তৈরি করবে, বিনিয়োগ খরচ, উৎপাদন খরচ, শ্রম খরচ এবং দেশি-বিদেশি কর্পোরেটদের আইনি দায় সরকারিভাবে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করছে।
বিজেপি সরকার ইতিমধ্যেই এমজিএনআরইজিএ-র জন্য বরাদ্দ কমিয়ে দিয়েছে, যা গ্রামীণ গরিবদের উপকারে আসে। একইসঙ্গে শহরাঞ্চলের জন্য এমন কোনও কর্মসংস্থান গ্যারান্টি আইন গঠনের দাবি উপেক্ষা করছে। কিন্তু কর্পোরেটদের জন্য ‘উদ্যোক্তা উৎসাহ প্রকল্প’-এর নামে বিশাল ছাড় দিচ্ছে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সরকারের কাছে দাবি জানাচ্ছে, ন্যূনতম মজুরি, কাজের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা সহ উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। প্রচুর শূন্যপদ পূরণ, স্বাস্থ্য, শিক্ষা, গণপরিবহন ইত্যাদি জনসেবামূলক খাতে অর্থ বরাদ্দ করে কর্পোরেটদের ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে।
সিপিআই(এম) দাবি জানাচ্ছে, অবিলম্বে ইএলআই প্রকল্প বাতিল করে শ্রমিকদের স্বার্থ রক্ষা করুক সরকার।