১৯ জানুয়ারি,শুক্রবার,২০২৪
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
ভারত সরকার একটি "সরকারি বিজ্ঞপ্তি" জারি করে ঘোষণা করেছে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান ২২ জানুয়ারি দুপুর ২.৩০ পর্যন্ত বন্ধ থাকবে। "কর্মচারীদের অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার উদযাপনে অংশগ্রহণ করতে সক্ষম করতে" এই সিদ্ধান্ত। বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলিও একই রকম পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। এটি,যা সম্পূর্ণরূপে ধর্মীয় অনুষ্ঠান হওয়া উচিত, তাতে সরকার এবং রাষ্ট্রকে সরাসরি সংযুক্ত করার আরেকটি পদক্ষেপ। কর্মচারীদের তাদের ধর্মীয় বিশ্বাস এবং আচরণের বিষয়ে ব্যক্তিগত পছন্দের অধিকার আছে কিন্তু সরকারের স্বতঃপ্রনোদিত ভাবে এই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করা ক্ষমতার চরম অপব্যবহার।
সিপিআই(এম) পুনরায় তার অবস্থান স্পষ্ট করে যে সরকারের এই ধরনের পদক্ষেপ সংবিধানের বিরোধী এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা যে রাষ্ট্রের কোনও ধর্মীয় বর্ণ থাকা অনুচিত তার পরিপন্থী।