ভারতের তথ্য ও পরিসংখ্যান মন্ত্রক প্রকাশিত ৭ জানুয়ারি, ২০২০-এর রিপোর্টে জানানো হয়েছে, চলতি অর্থ বর্ষে (২০১৯-২০) জি ডি পি বৃদ্ধির হার বিগত ১১ বছরে সর্বাধিক হ্রাস পেয়ে ৫% পৌঁছেছে। এই রিপোর্ট প্রকাশের একদিন বাদেই বিশ্ব ব্যাঙ্কও তাদের বিশ্ব অর্থনৈতিক প্রত্যাশিত সমীক্ষায় ২০২০-২০২১ সালে ভারতে অনুমিত জি ডি পি-র হার, কমে ৫% হতে পারে বলে জানিয়েছে।
২০০৮-০৯ সালে বিশ্বব্যাপি মন্দার পর এটাই ভারতে দ্বিতীয় সর্বনিম্ন জিডিপি-র- হার। ভারতে সেই বছর জিডিপি-র হার ছিল ৩.১%। অর্থাৎ, বিশ্বব্যাঙ্কের সমীক্ষায় স্পষ্ট , যে এন ডি এ সরকারের সময়ে সৃষ্ট আর্থিক অধোগতি থেকে নিস্তারের সম্ভবনা আগামী আর্থিক বছরেও নেই বলা যায়। অথচ, বিশ্বব্যাঙ্কের ওই সমীক্ষাই জানাচ্ছে , আসন্ন আর্থিক বছরে প্রতিবেশী বাংলাদেশে অনুমিত জি ডি পি বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৭.২ শতাংশে। পাশাপাশি, একই সময়ে প্রতিবেশী পাকিস্তানের জি ডি পি আরও ৩% হারে এবং শ্রীলঙ্কার জি ডি পি ৩.৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে... আরও জানতে ক্লিক করুন
শেয়ার করুন