কোভিড-১৯ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল গনমাধ্যমগুলিকে জানিয়েছেন: "এই প্রাদুর্ভাবের সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি ক্ষণে নজর রেখে চলেছে এবং আমরা এর প্রভাব বিস্তার এবং প্রাবল্যের ব্যাপারে গভীরভাবে মনোনিবেশ করেছি, একই সাথে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য নিস্ক্রিয়তার ব্যাপারেও আমরা ওয়াকিবহাল।"
আমরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে কোভিড-১৯ এই মুহূর্তে মহামারি হিসাবে পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করেছে ঘোষণা করা হচ্ছে।
এই পৃথিবীব্যাপী প্রভাব বিস্তারকে হালকা ভাবে অথবা অসতর্ক ভাবে নেওয়া উচিত হবে না। এই মহামারি শব্দবন্ধটি যদি ভুল অর্থে ব্যাবহার হয় তবে অযাচিত ভয়ের পরিবেশ তৈরি হবে অথবা এই যুদ্ধ শেষ হয়ে গেছে এধরনের ভুল বোঝাপড়া তৈরি হতে পারে যার ফলে অহেতুক অনেকগুলি জীবন পীড়িত হবে বা জীবনহানি ঘটবে।
মহামারি হিসাবে চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ ভাইরাসের ক্ষতিকর সক্ষমতা সম্পর্কে নিজস্ব ব্যাখ্যার কোন পরিবর্তন করছে না। এই ঘোষণার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে যে সমস্ত পরিকল্পনা নিয়েছে তার কোন বদল হচ্ছে না, এবং এর প্রতিরোধে বিভিন্ন দেশগুলিতে কোনোরকম পরিকল্পনার বদল হওয়া উচিত হবে না।
এর আগে করোনা ভাইরাসের মহামারি হিসাবে এরকম কোন পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার কখনো দেখা যায় নি। এই প্রথম করোনা ভাইরাস পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করেছে। এবং উল্লেখযোগ্য, একইসময়ে এধরনের কোন মহামারিকে নিয়ন্ত্রন করা যায় এই অভিজ্ঞতাও আমাদের ছিল না।
শেয়ার করুন