৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৭৮ তম বর্ষে আলিপুরদুয়ার ,কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন স্থানে দেশ বাঁচাও কর্মসূচি পালন....

৯ আগস্ট ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন
৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৭৮ তম বর্ষে সারা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার, উত্তরদিনাজপুর,কোচবিহার জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মোদি হাটাও দেশ বাঁচাও , দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে অর্থনীতির মেরুদন্ড কে দুর্বল করে দিচ্ছে, স্বনির্ভরতার নাম করে দেশ বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। তারই প্রতিবাদে ভারত ছাড়ো আন্দোলনের দিন ৯ আগস্ট সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। আলিপুর শ্রমিক সংগঠনের পক্ষে আলিপুর জংশনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে দেশ বাঁচাও কর্মসূচি পালিত হয়।
আলিপুরদুয়ার জেলা

জাতীয় সম্পদ রক্ষা সহ শিল্প বাঁচাও,কৃষি বাঁচাও, কাজ বাঁচাও স্লোগান কে সামনে রেখে এবং পরিযায়ী শ্রমিক সহ সকলের কাজের নিশ্চয়তা কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের মাসিক ৭৫০০ টাকা সরকারি অনুদান সুনিশ্চিত করা , জরুরি চিকিৎসা পরিষেবা বজায় রাখা , লালারস পরীক্ষার সংখ্যা বাড়ানো প্রভৃতি দাবিকে সামনে রেখে কোচবিহার শহরে মিছিল হয়। এই সমগ্র কর্মসূচির নেতৃত্ব দেন শ্রমিক নেতা তারিণী রায় । ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের আহ্বানে 'ভারত ছাড়ো' আন্দোলন ছড়িয়ে দিতে এদিন দিনহাটা চৌপথি ,বামনহাট, ওকরাবাড়ী তে বিক্ষোভ ও পথসভা হয়।
কোচবিহার জেলা

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সোমবার গণসংগঠন গুলির ডাকে মিছিল সংগঠিত হয়। মিছিলে নির্দিষ্ট দাবির পাশপাশি জেলার স্থানীয় দাবি গুলিকে যুক্ত করে এই মিছিল হয় জেলায় অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মুকুবের দাবি তোলা হয়। মিছিল ইসলামপুর চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষে হয় মহকুমা শাসক অফিসের সামনে,মিছিল শেষে সভা সংগঠিত হয়।
উত্তরদিনাজপুর জেলা


শেয়ার করুন

উত্তর দিন