৬ফেব্রুয়ারি,২০২৫
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ১০৪ জন ভারতীয়কে যেভাবে নির্বাসন দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই ব্যক্তিদের হাতকড়া পরিয়ে মার্কিন সামরিক বিমানে দেশে ফেরত পাঠানোর সময় দীর্ঘ বিমানযাত্রায় তাদের চলাফেরাও নিয়ন্ত্রিত করা হয়েছিল।
মোদি সরকার নিজের নাগরিকদের সাথে এই ধরনের আচরণের বিরোধিতা না করে দুর্বল মনোভাব প্রদর্শন করেছে। যেহেতু আরও ভারতীয়দের বহিষ্কার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সরকারের উচিত তাদের সাথে মানবিক এবং মর্যাদাপূর্ণ আচরণ করা নিশ্চিত করা।
শেয়ার করুন