কে আত্মনির্ভর হচ্ছে? ভারত? ভারতবাসী, যারা এই তিনটি বিমানবন্দরের আসল মালিক? নাকি তাঁরা, তাঁদের সম্পত্তি যাকে রক্ষা করতে দায়িত্ব দিয়েছেন সেই স্বঘোষিত চৌকিদার? আদানি, আম্বানি ও ঘুরপথে পিএম-কেয়ার্স নির্ভর হবার মানে আত্মনির্ভরতা? চৌকিদারই চোর। ২০-২৬ আগষ্ট প্রতিবাদ সপ্তাহে যোগ দিন। আরও জানুন