৩ জুলাই ২০২৩ (সোমবার)
রাজ্যের গ্রাম-শহরে সর্বত্র কাজের সংকট ভয়াবহ চেহারা নিয়েছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কর্মহীনতা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে। অর্দ্ধাহার, অনাহার, অপুষ্টি ক্রমাগত বাড়ছে। এমনকি অনাহারে মৃত্যুর ঘটনা যেভাবে বেড়ে চলেছে সেটা যথেষ্টই উদ্বেগের। তৃণমূলের দুর্নীতির তোড়ে গ্রামীণ কর্মসংস্থানের একমাত্র প্রকল্প ১০০ দিনের কাজ বন্ধ। তৃণমূল কংগ্রেস এই তীব্র সংকটের পরিস্থিতির দায় ঝেড়ে ফেলতে কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলছে। তাদের প্রচারের মুল কথা- কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা অন্যায়ভাবে বন্ধ করেছে। এই বক্তব্য যথার্থ নয়, অর্ধ-সত্য। দেশে ১০০ দিনের কাজ আইনী ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। আইনটি হল- জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA)- ২০০৫। এই আইনে বলা আছে রেগার কাজের জন্য নিবন্ধিত পরিবারের দাবি অনুযায়ী বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের ব্যবস্থা সরকার করবে এবং এই শ্রমদিবস সৃষ্টির জন্য রাজ্যগুলোকে প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় সরকার বরাদ্দ করবে। দেশের সব রাজ্য এই আইনেই বরাদ্দ পেয়ে থাকে। পশ্চিমবঙ্গও ২০২১-২২ অর্থবছর পর্যন্ত এভাবেই বরাদ্দ পেয়েছে। বরাদ্দ কোন বছরে কমবেশি হয়েছে কিন্তু টাকা আসার দরজা বন্ধ হয়নি। এই আইনের ২৭ ধারায় বলা হয়েছে - (1) The Central Government may give such directions as it may consider necessary to the State Government for the effective implementation of the provisions of this Act.
(2) Without prejudice to the provisions of sub- section (1), the Central Government may, on receipt of any complaint regarding the issue or improper utilisation of funds granted under this Act in respect of any Scheme if prima facie satisfied that there is a case, cause an investigation into the complaint made by any agency designated by it and if necessary, order stoppage of release of funds to the Scheme and institute appropriate remedial measures for its proper implementation within a reasonable period of time. পশ্চিমবঙ্গের সমস্যা এখানেই অর্থাৎ ২৭(২) ধারায়। তৃণমূল কংগ্রেসের প্রচার সভায় এই অংশের কোন উল্লেখ করা হচ্ছে না। বাস্তবে রাজ্যের অসংখ্য স্কীমের কোন অস্তিত্ব নেই, কাগজে কলমে টাকা উধাও হয়েছে। মাটি কাটার কাজ হয়েছে যন্ত্র (JCB) ব্যবহার করে। যা সম্পূর্ণ বে-আইনি। ফলের বাগান তৈরি হয়েছে খাতা-কলমে। ভুয়া প্লট দেখিয়ে টাকা তোলা হয়েছে। দলীয় আনুগত্য বিচার করে কাজ দেওয়া হয়েছে। কেউ কেউ কাজে অংশগ্রহণ না করেও কাটমানি আদায় দিয়ে মজুরির টাকা পেয়েছে। জবকার্ড থাকা পরিবার কে কোন কাজের সুযোগ না দিয়ে কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। যার অর্থ হল এই পরিবারগুলো কাজ করতে অনিচ্ছুক। রাজ্যে প্রায় ৮০ লক্ষ শ্রমিকের কাজ পাওয়ার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের অসংখ্য বে-নিয়ম ধরা পড়ার কারণে ১০০ দিনের কাজের বরাদ্দ বন্ধ হয়েছে।
১০০ দিনের কাজ - MGNREGA কি ও কেন?
এই প্রকল্প গ্রামের ইচ্ছুক পরিবারের জন্য বছরে কমপক্ষে ১০০ দিন কাজ দেওয়ার নিশ্চয়তা। এটি একটি শ্রম আইন যা ' right to work' এর ভিত্তির উপরে বিধিবদ্ধ রূপ দেওয়া হয়েছে। ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর সংসদে এই বিল অনুমোদন লাভ করে। কেন্দ্রে তখন বামপন্থীদের সমর্থনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউ পি এ সরকার ক্ষমতায়। সরকারের কাজের অভিমুখ ও অগ্রাধিকার ঠিক করতে বামপন্থীদের দাবি মতো সরকার পক্ষের সব দলের প্রতিনিধিত্বে সমন্বয় কমিটি ছিল। এই সভা থেকেই ক্রমাগত কাজের সংকট বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে বছরে পরিবার প্রতি ২০০ দিন কাজের ব্যবস্থা করার দাবি উত্থাপিত হয়। দাবির যথার্থতা স্বীকার করলেও আর্থিক কারণে সরকার ১০০ দিন কাজের আইন তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে যা ২০০৬ সালে চালু হয়েছে। উল্লেখ্য, চালু প্রকল্প যেমন - জওহর রোজগার যোজনা এবং সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা সহ পুরাতন প্রকল্পগুলো রেগার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এখন সারাদেশে গ্রামীণ কর্মসংস্থানের এটাই একমাত্র কাজের ক্ষেত্র।
রাজ্যে রেগা'-র কাজের কি হাল?
পশ্চিমবাংলা শেষ রেগা-র বরাদ্দ অর্থ পেয়েছে ২৬ ডিসেম্বর ২০২১। রাজ্যের দাবি ২০২১-২২ আর্থিক বছরে ৭৫০০ কোটি প্রাপ্য অর্থ কেন্দ্র দেয়নি। এর মধ্যে ২৭৪৪ কোটি টাকা যারা কাজ করেছেন সেই পরিবারের প্রাপ্য। কেন্দ্রীয় সরকারের বক্তব্য হল- রেগার আইনের ২৭(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা রাজ্য কার্যকর না করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে খেটেখুটে বেঁচে থাকা মানুষ কাজ করে মজুরি থেকে বঞ্চিত এবং বিগত প্রায় ১৭ মাস রাজ্যে রেগার কাজ বন্ধ। এখানে প্রশ্ন হল- এই আইনে বলা আছে জবকার্ড আছে এরূপ পরিবার কাজ চাইলে (৪ক ফর্মে) ১৫ দিনের মধ্যে (১০০ দিন কাজ না পাওয়া সাপেক্ষে) সেই পরিবারের জন্য কাজের ব্যবস্থা করা হবে। আইনে একথাও বলা আছে বকেয়া মজুরি কাজ করার দিন থেকে ১৫ দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে। যারা মজুর এটা তাদের অধিকার। আইন এই অধিকার কে মান্যতা দিয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে রাজনৈতিক কাজিয়ার খেসারত শ্রমিকদের দিতে হবে কেন? তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকার এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার উভয়েই এক্ষেত্রে খেটে খাওয়া মানুষের মৌলিক অধিকার খর্ব করছে। রাজনৈতিক সভায় ১০০ দিনের কাজের প্রসঙ্গে পরস্পর খিস্তি খেউড় করে চলেছে শুধু মানুষের থেকে নিজেদের অপরাধ আড়াল করতে। এরা কি রাজ্যের মানুষ কে অর্বাচীন ভাবছেন?
কেন রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না?
রেগার অর্থ লুটপাট করেছে পঞ্চায়েতের কর্মকর্তা, সদস্য, দলের স্থানীয় নেতা-কর্মী, তাদের পছন্দের ঠিকাদার, সুপারভাইজার দের একটা চক্র। সরকার এবং দলের মাথায় যারা রয়েছেন তাদের মদতেই এই দূর্নীতি হয়েছে। যিনি এখন জেলায় জেলায় ভাষনবাজির খেলায় মেতেছেন, পরের প্রজন্মের চোরদের তালিকা প্রস্তুত করছেন,তাদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনিও এই দুর্নীতির উপভোক্তা। দলটাই চলে কালোটাকায়। কোটি কোটি টাকা খরচে জোয়ার তোলার মহড়া হচ্ছে। সে টাকার উৎস কি? তদন্ত হলে দেখা যাবে সেখানেও ঢুকেছে রেগার লুট হওয়া টাকা। তাই এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। লক্ষ লক্ষ স্কীমে চুরি হয়েছে যা সরকারি নথিতে আছে তাসত্ত্বেও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হচ্ছে না কেন? একটা তদন্ত হলে ক্ষতি কি? কিসের ভয়? আসলে এরাই গ্রামে গঞ্জে তৃণমূল দল চালায়, এরাই তৃণমূলের হৃৎপিন্ড। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে দলীয় অফিসের দরজা খোলার লোক থাকবেনা। আদর্শের জন্য কেউ তৃণমূল কংগ্রেস দল করেন না। আদর্শ নামক বস্তুটি তৃণমূল দলে নেই। কে কোথায় কিভাবে করে খাবে, কিভাবে কালো টাকার পাহাড় জমাবে সেটাই এদের দৈনন্দিন কাজ। দল ও সররকার চলে একজনের মর্জি মতো। সেখানে কোন কথা চলেনা।
বিজেপি কি ধোয়া তুলসীপাতা ?
২০১৪ সালে কেন্দ্রে বিজেপি-র নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার পর থেকেই সরকারী কাজের অভিমুখ কর্পোরেটদের অনুকুলে চলে যায়। স্বভাবতই শ্রমজীবী মানুষের কাজ, মজুরি, অধিকার এবং সামাজিক সুরক্ষা- সবক্ষেত্রেই আঘাত বেড়েছে। সর্বত্র কাজের সুযোগ সংকুচিত হয়েছে। ১০০ দিনের কাজের বরাদ্দ ধাপে ধাপে কমিয়ে আনা হয়েছে। চলতি আর্থিক বছরে বরাদ্দ ৬০০০০ কোটি টাকা যা বিগত বছরে সংশোধিত বাজেটে ছিল ৮৯০০০ কোটি টাকা। হিসাবে দেখা যাচ্ছে এ বছর সক্রিয় জবকার্ড আছে এরূপ পরিবার মাত্র ১১ দিন কাজ পাবে। আইনে বছরে ১০০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও কেন এই দ্বিচারিতা? যারা কাজ করেছেন, তাদের মজুরি কেন আটকে রাখা হবে? আইনে এই প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার লাইসেন্স কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়নি। বলা হয়েছে -"institute appropriate remedial measures for its proper implementation within a reasonable period of time." দীর্ঘ ১৭ মাস রেগার কাজে আর্থিক বরাদ্দ বন্ধ রাখা যায়না। মনুবাদী বিজেপি সমাজের আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বিভাজনের রাজনীতি করে চলেছে। নানাভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীকে পরস্পরের মধ্যে বৈরিতামুলক সম্পর্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি উভয় দলই মুল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই বিভাজনের হাতিয়ার কে ব্যবহার করছে। কেন রেগার কাজ নেই, কেন ১১লক্ষ পরিবার আবাস যোজনার সুযোগ থেকে বঞ্চিত, কেন কৃষকরা ফসলের সহায়ক মূল্য পাচ্ছেনা, কেন বাজারে হু হু করে নিত্যব্যবহার্য সামগ্রীর দাম বাড়ছে, শূন্য পদে নিয়োগ নেই কেন, দেশের সম্পদ নির্বিচারে বেসরকারি হাতে যাচ্ছে কেন, রাজ্যজুড়ে দুর্নীতির এই রমরমায় কারা যুক্ত এসব প্রশ্ন আড়াল করতেই জাতি, ধর্ম, সম্প্রদায়ের মধ্যে বিভেদের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্নীতির বিরুদ্ধে বিজেপি-র লড়াই শুধু মিডিয়ায়। লুট, দুর্নীতির পান্ডারা দলবদলে বিজেপি-র নেতা। মোদি-শাহের নিরাপদ আশ্রয়ে সারদা এবং নারদার চোররা দিব্যি আছেন। কেন্দ্রীয় তদন্তকারি এজেন্সির কাজ কি দুর্নীতির মাথাকে আড়াল করা? বামপন্থীদের লড়াই ছাড়া দু-ডজন নেতা, মন্ত্রী, বিধায়ক জেলে যেতেন না। আইনি লড়াই্টা মুখ্যত বামপন্থী আইনজীবীরাই করছেন। রেগার দুর্নীতির কিনারা বিজেপি করবে একথা বিশ্বাসযোগ্য নয়। ৮ বছরেও সারদা ঘোটালার চার্জশিট হলনা কেন? নারদা কেলেঙ্কারির তদন্ত ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া হল কেন? এর জবাব তো বিজেপিকেই দিতে হবে।