ডিচের মুনরে ছবিটি ১৯৬০ সালে সেরা অ্যানিমেটেড ফিল্ম হিসেবে অস্কার জিতে ছিল। পরবর্তীকালে আরও দুটি ছবির জন্য তিনি মনোনিত হয়েছিলেন।
আমেরিকার অস্কার বিজয়ী ইলাস্ট্রেটার, অ্যানিমেটর আর চলচ্চিত্র পরিচালক হিসেবেই মূলত তাঁর নাম উল্লেখযোগ্য। ১৯৫৮ সালে কো প্রোডিউসার হিসেবে অস্কার জিতে ছিলেন তিনি। ছবির নাম টম ট্যেরিফিক। কার্টুনিস্ট হিসেবে টম অ্যান্ড জেরির সোলার সিরিজের ১৩ টি পর্ব এখনও বিশেষ জনপ্রিয়। সারা জীবনের কাজের জন্য ২০০৪ সালে তিনি ম্যাককে পুরস্কার পেয়েছিলেন।
জন ডিচের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। জন্মসূত্রে মার্কিন নাগরিক হলেও, জীবনের বেশিরভাগ সময়টাই চেক প্রজাতন্ত্রের প্রাগে কাটিয়েছেন ডিচ। বৃহস্পতিবার রাতে সেখানকার লিটল কোয়ার্টার এলাকায় নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই চিত্র নির্মাতার মৃত্যুর কারণ নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন