গরমে জ্বলছে দেশ, আছড়ে পড়ছে ‘ রেমাল ‘ ঝড়, সামনে অতি বর্ষণের শঙ্কা। জল জমি জঙ্গল সংকুচিত, জমি চরিত্র হারিয়ে অবক্ষয়িত – অনুর্বর, জীববৈচিত্র্য ধ্বংস-প্রজাতি বিলোপ। এই হলো ঘটমান বর্তমানের সালতামামি। পৃথিবী অ-বাসযোগ্য হয়ে ওঠার হাতছানির মধ্যে নীল সবুজ গ্রহের মানুষ টিকে থাকার সংগ্রাম করছে কৃষিক্ষেতে, কলে-কারখানায়, সড়কে – গলিতে। যারা টিকতে পারছে না মরছে গরমে, দূষণে, ভাইরাসের আক্রমণে, খরা বন্যা সাইক্লোনে, ঘরবাড়ি ছেড়ে অনেকেই হচ্ছে উদ্বাস্তু – আধুনিক নাম পরিবেশ বা জলবায়ু উদ্বাস্তু
Tag: World Day to Combat Desertification and Drought
খরা বিরোধী দিবস ও ভারতের প্রসঙ্গ
কয়েকশো বছর ধরে চলা মহামারী ‘খরা’ নিয়েই বেঁচে আছেন এমন ভারতীয় এবং বিশ্ববাসীদের কথা ভেবে শুধু একটি দিন হিসাবে নয়, ‘খরা বিরোধী দিবসে’ আমাদের সতর্ক হতে হবে প্রতিদিন। না হলে বছর বছর খরা’র প্রত্যাশায় ঢেউ গুনে চলার মত স্থিতধী মুনাফাখোরদের হারানো যাবে না, প্রতিরোধ করা যাবে না ‘খরা’ও।