দেশের জনসাধারণকে অবজ্ঞা করল কেন্দ্রীয় বাজেট

ঈশিতা মুখার্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমন পেশ করলেন তিন নম্বর মোদী মন্ত্রীসভার দু’নম্বর বাজেট। এর আগে তিনি ছয়টি বার্ষিক বাজেট

২০২৪ কেন্দ্রীয় বাজেটঃ দেশের অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার

রেশন ব্যবস্থা দেশে ভেঙে পড়েছে, দেশের ক্ষুধা সূচকের নিরিখে ভারতের অবস্থান মোদী রাজত্বে ক্রমশ নীচের দিকে নেমে গেছে। দেশের মানুষ ভেবেছিলেন বোধহয় এই জোট সরকার এবং মানুষের রায় দেখে রেশন ব্যবস্থায় কিছুটা বরাদ্দ বাড়বে। এই পরিপ্রেক্ষিতে অমানবিক ভাবে খাদ্য এবং গণবন্টন দপ্তরের বরাদ্দ ২,২১,৯২৪.৬৪ কোটি টাকা থেকে কমে এই বছর করা হল ২,১৩,০১৯.৭৫ কোটি টাকা।