এ জেলার অর্থনীতি মূলত নির্ভরশীল টি-টিম্বার-ট্যুরিজমের ওপর।এই অর্থনীতিকে ভিত্তি করে আলিপুরদুয়ার লোকসভার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বিভিন্ন জনপদ । যেমন- কুমারগ্রাম, বারোবিশা, কামাখ্যাগুড়ি, কালচিনি, হাসিমারা, হ্যামিলটনগঞ্জ, বীরপাড়া- মাদারিহাট, আলিপুরদুয়ার, ফালাকাটা ইত্যাদি। এই লোকসভার জনগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য, দ্রাবিড়,অস্ট্রিক ও মঙ্গোলিয় -এই প্রধান চারটি ভাষা গোষ্ঠীর মানুষ এবং তার অন্তর্গত নানা বর্ণের ভাষা,উপভাষা, বিভাষা নানা অঞ্চলে প্রচলিত। এই ভাবেই চলেছে এই লোকসভার অন্তর্গত বিধানসভা ক্ষেত্রের সাংস্কৃতিক সংহতি ও ঐক্যের স্রোতধারা।