প্রতিষেধক নির্মাণের কাজে প্রয়োজনীয় সামগ্রী রপ্তানিতে নিষেধাজ্ঞা উল্লিখিত সমস্ত ঘোষিত লক্ষ্যের সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত। মোদী সরকার যারা উচ্চস্বরে কোয়াড জোটের পক্ষে কথা বলেন তাদের উচিত অবিলম্বে বাইডেন প্রশাসনকে নিজেদের ঘোষিত অঙ্গীকার অনুযায়ী ভারতে প্রতিষেধক প্রস্তুতীতে প্রয়োজনীয় সামগ্রীর রপ্তানি নিশ্চিত করতে রাজি করানো। ভারতে কোভিড সংক্রমন বৃদ্ধির অভূতপূর্ব পরিস্থিতিতে প্রতিষেধকে গুরুতর ঘাটতির অবস্থায় ন্যুনতম পদক্ষেপটুকু একান্তই প্রয়োজন।
Tag: JoeBiden
জো বাইডেন করোনা মোকাবিলায় যা করেছেন
সংকটের সময় কেন্দ্রীয় সরকার নির্লজ্জের ন্যায় শুধু যে নিজের ব্যায়বরাদ্দ কমিয়েছে তাই নয়, জিএসটি বাবদ ক্ষতিপূরণের যে অর্থ রাজ্য সরকারগুলির ন্যায্য পাওনা ছিল তাকেও বকেয়া রেখে দিয়েছে। অত্যন্ত লজ্জার হলেও এটাই সত্য যে আজ সারা পৃথিবীতে ভারতের অবস্থান সেইসব দেশের সাথে যারা মহামারী চলাকালীন জনকল্যানে নিজেদের ব্যায়বরাদ্দ কমিয়ে দিয়েছে। কেবলমাত্র একটি প্রেক্ষিত বিচার করলেই নরেন্দ্র মোদীর তুলনায় জো বাইডেনের অবস্থানগত ফারাক স্পষ্ট হয়ে যায়।