state conference md salim

শ্রমজীবীদের দিনযাপনের অংশীদার হই, আন্দোলন তাঁদের উদ্‌যাপন হবে

কমিউনিস্টদের কাছে কোনোদিনই এই কাজ সহজ ছিল না। আমাদের পূর্বসূরিরা এই কাজ করেছেন। তার জন্য তাঁরা অনেক আত্মত্যাগ করেছেন। পরিশ্রম করেছেন। আজও সেই কাজ কঠিন। তবে প্রতিটি নতুন যুগে নতুন সঙ্কট হাজির হয়। আজ শ্রমজীবী সহ সমাজের নানা ভাবে নিষ্পেষিত অংশের সঙ্গে আমাদের সম্পৃক্ত হওয়ার বাধা অনেক।

যে মতাদর্শগত চ্যালেঞ্জের মুখোমুখি আমরা

এই কথাগুলি এখনকার সময়ের জন্যও সমানভাবে প্রযোজ্য। সিপিআই(এম)’র ১৯৬৮ সালের বর্ধমান প্লেনাম, ১৯৯২ সালের মাদ্রাজ পার্টি কংগ্রেস, ২০১২ সালের কোঝিকোড় পার্টি কংগ্রেসে যে মতাদর্শগত দলিলগুলি গৃহীত হয়েছিল তার শেষ দুটির নির্মাতা মূলত ছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি।