জন্মদিবসে গ্যালিলিও গ্যালিলিঃ স্মরণিকা

চার্চের অধীনস্ত বিদ্যালয়ের ছাত্রাবস্থায় এক ঝড়ের সন্ধ্যায় হাওয়ায় দুলতে থাকা লণ্ঠনের দুলুনির সময় মাপতে নিজের হাতের নাড়ি টিপে পরীক্ষা করেছিলেন গ্যালিলিও, বিস্ময়ের সাথে পর্যবেক্ষণ করেছিলেন লণ্ঠনের দুলুনির সময় দুদিকে যেতে আসতে একই সময় লাগে।