১৯ মার্চ,২০২৫
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - এর পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
সিপিআই(এম)-এর পলিটব্যুরো গাজার ওপর ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানায়, যেখানে একদিনে ৪০০-রও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই অপরাধমূলক আগ্রাসনের মাধ্যমে ইসরায়েল কার্যত যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় থেকে সরে যাওয়ার সংকেত দিয়েছে, যা শান্তি স্থাপন করতে পারত ও শত্রুতার অবসান ঘটাতে পারত।
এই সাম্প্রতিক গণহত্যার পাশাপাশি,২ মার্চ তারিখ থেকে গাজার ওপর সম্পূর্ণ অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে—খাদ্য, জ্বালানি, জল এবং ওষুধ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের এই সর্বনাশা আগ্রাসনের সাথে সহযোগিতা করছে, যার লক্ষ্য গাজাকে ধ্বংস করে জনগণকে তাদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করা।ইসরায়েলের সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় কার্যকর করতে হবে—এটাই বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষের দাবি।
মোদি সরকারকে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে হবে। একটি গোটা জনগোষ্ঠীকে অনাহার ও গণহত্যার শিকার করা হচ্ছে, সেখানে ভারত সরকার নীরব থাকতে পারে না।
সিপিআই(এম)-এর পলিটব্যুরো তার সমস্ত ইউনিটকে আহ্বান জানাচ্ছে যে, তারা ইসরায়েলের চলতে থাকা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুক এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি স্থাপনের দাবি তুলুক।