এই নির্যাতন বন্ধ করতে হবে
তারিখঃ সোমবার, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদীর) পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
দিল্লী পুলিশ যে নির্মম কায়দায় বেঙ্গালুরুর পরিবেশ আন্দোলন কর্মী দিশা রবিকে গ্রেফতার করেছে তা তীব্র ধিক্কার জানানোরই যোগ্য ।
কৃষকদের আন্দোলনের সমর্থনে ট্যুইট প্রচারের জন্য একটি "টুল কিট" ফরোয়ার্ড করেছিলেন, এই কারন দেখিয়ে ২২ বছরের পরিবেশ আন্দোলনের কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা করা হয়েছে।
আন্দোলনের ভয়ে মানসিক রোগীতে পরিণত হয়েছে মোদী সরকার, অবিলম্বে এই তরুন পরিবেশ আন্দোলনের কর্মীর বিরুদ্ধে এই নিপীড়ন বন্ধ করতে হবে। দিশা রবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে রজু করা মামলাগুলি প্রত্যাহার করে অবিলম্বে তাকে জেল থেকে মুক্তি দিতে হবে।