২৮ অক্টোবর,শনিবার, ২০২৩
গাজ়ায় ঘটে চলা ইস্রায়েলি আক্রমণে "সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং আইনি ও মানবিক বাধ্যবাধকতা বজায় রাখা" সংক্রান্ত একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের দ্বারা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত একটি প্রস্তাবে ভারত ভোটদান থেকে বিরত ছিল। এটা অত্যন্ত দুঃখজনক।
বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত একটি প্রস্তাবে ভারতের ভোটদানে বিরত থাকা স্পষ্ট করে যে ভারতীয় পররাষ্ট্র নীতি কতটা মার্কিন আনুগত্যের আকার ধারণ করছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের অধস্তন মিত্র হিসাবে মার্কিন-ইস্রায়েল-ভারত সম্পর্ককে সুসংহত করার জন্যই মোদি সরকারের এই পদক্ষেপ গ্রহণ। এই অবস্থান প্যালেস্তাইনের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনকে কার্যত নস্যাত করে।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব গৃহীত হওয়ার সাথে সাথেই ইস্রায়েল গাজা ভূখন্ডে তাদের গণহত্যামূলক বিমান ও স্থল হামলা জোরদার করেছে। এই আক্রমণের ফলে ২২ লাখ প্যালেস্তিনীয় যারা গাজায় বসবাস করে তাদের সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের বিপুল সংখ্যাগরিষ্ঠ এই নির্দেশকে সম্মান জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে। প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতি সহ রাজধানী হিসাবে পূর্ব জেরুজালেমকে মান্যতা দিয়ে ১৯৬৭-এর পূর্ববর্তী সীমানা সহ একটি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের নির্দেশ বাস্তবায়নের জন্য রাষ্ট্রসঙ্ঘকে অবশ্যই নিজেকে পুনরায় সক্রিয় করতে হবে।
ডি. রাজা
সীতারাম ইয়েচুরি
সাধারণ সম্পাদক সিপিআই
সাধারণ সম্পাদক সিপিআই(এম)