PB Statement

লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্ত করার দাবী জানালো পলিট ব্যুরো

অজয় মিশ্রকে বরখাস্ত করুক সরকার

তারিখঃ মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি জারি করেছেঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্র টেনিকে বরখাস্ত করার দাবি জানাচ্ছে সিপিআই(এম)। ৩রা অক্টোবর লখিমপুর খেরিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত কৃষকদের উপরে বর্বর নৃশংস আক্রমনের ঘটনায় তার প্রত্যক্ষ দায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি অতি সংবেদনশীল মন্ত্রকে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাই তার অন্যতম প্রধান দায়িত্ব ছিল, অথচ ২৫শে সেপ্টেম্বর তিনি নিজেই কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের বিরুদ্ধে উত্তেজনা ছড়াতে বক্তৃতা দিয়েছেন, হামলা চালাতে উস্কানি দিয়েছেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় তার নিজের ছেলে জড়িত, ঘটনার পরে তিনি কৃষকদেরই দোষারোপ করে এহেন নৃশংসতাকে সমর্থন করেছেন। সাইরেন বাজিয়ে কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে তাদের হত্যা করার স্পষ্ট প্রমাণ হিসাবে ঘটনার ভিডিও রেকর্ডিং রয়েছে। এই ঘটনায় আহত এবং নিহতদেরকে "বহিরাগত" বলে অভিযুক্ত করার পাশাপাশি নিজেকে এবং তার আত্মীয়দের রক্ষা করার অজুহাতে আন্দোলনকারীদের "খালিস্তানি" বলে দাবি করেছেন তিনি।

তিনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তার বিরুদ্ধে কোন নিরপেক্ষ তদন্ত চলতে পারে না।

শোকাহত পরিবারগুলির সাথে দেখা করতে যাওয়ার পথে বিরোধী দলের নেতাদের উত্তরপ্রদেশের আদিত্যনাথ সরকার গ্রেপ্তার করেছে। এই নিন্দনীয় আচরণকে গণতন্ত্রের লকডাউন বলা যায়। সিপিআই(এম) দাবি জানাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রত্যেককে মুক্তি দিতে হবে এবং নিহতদের পরিবারবর্গ এবং আহতদের সাথে দেখা করতে দিতে হবে।  


শেয়ার করুন

উত্তর দিন