ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে: ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) এর পলিট ব্যুরো আজ রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে। এই মূল্যবৃদ্ধি জনগণকে আরও বেশি বোঝাগ্রস্ত করবে যখন সমস্ত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে।
এই বৃদ্ধির ফলে আরও বেশি লোক ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা থেকে বাদ পড়বে কারণ তাদের পক্ষে এটি বহন করা সম্ভব না।ইতিমধ্যেই, উজ্জ্বলা যোজনার অধীনে থাকা ১০ শতাংশেরও বেশি উপভোক্তা গত বছরে কোনও পুনরায় কোন সিলিন্ডার নেননি। প্রায় ১২ শতাংশ মানুষ মাত্র ১টি রিফিল করেছিলেন। বার্ষিক বরাদ্দ ১২টি সিলিন্ডারের মধ্যে ৫৬.৫% মানুষ ৪টি বা তার কম সিলিন্ডার নিয়েছেন যেখানে গড়ে ন্যূনতম ৭টি বা তার বেশী সিলিন্ডার প্রয়োজন।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এ বছর দ্বিতীয়বার বাড়ানো হয়েছে। এই সিলিন্ডারের ক্ষেত্রে ৩৫০টাকা৫০পয়সা বৃদ্ধি হলে দিল্লীতে ১৭৬৯টাকা থেকে দাম বেড়ে হবে ২১১৯টাকা৫০পয়সা। এটি সমস্ত প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের জন্য উৎপাদন খরচ বাড়াতে বাধ্য যা আরও মূল্যবৃদ্ধি ঘটাবে।
দেশে বেকারত্ব, দারিদ্র্য ও মূদ্রাস্ফীতির ক্রমবর্ধমান মাত্রার পটভূমিকায় এই নিষ্ঠুর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।পলিট ব্যুরো অবিলম্বে এই বৃদ্ধিগুলি প্রত্যাহার করার দাবি জানায়।