ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
৬ মে ,শনিবার, ২০২৩
মণিপুরের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এখানে ভয়াবহ হিংসাত্মক ঘটনা ও জাতিগত সংঘর্ষের পরিস্থিতি নতুন মাত্রা নিয়েছে। পাঁচটি জেলায় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সম্পত্তি, গির্জা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে অনেকের মৃত্যু হয়েছে।
সেনা ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে, যদিও হিংসাত্মক ঘটনা এখনও ঘটছে। এখনও মানুষ তাদের বাড়ি বা এলাকায় আটকা পড়ে রয়েছে এবং হাজারে হাজারে মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বিজেপি পরিচালিত রাজ্য সরকার পরিস্থিতির ক্রমাবনতি অনুমান করতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে হস্তক্ষেপ করতে দেরী করেছে। বন সুরক্ষার নামে পার্বত্য অঞ্চলে জনগণকে ব্যাপকভাবে উচ্ছেদের এবং 'বহিরাগতদের' সরানোর নির্দেশ দিয়ে রাজ্য সরকার যে নীতি নিয়েছে তা জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এবং কিছু পার্বত্য জেলায় ব্যাপক বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি করেছে।
অবিলম্বে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই হল প্রধান কাজ , তারপরে এই ভয়াবহ হিংসাত্মক পরিস্থিতি কেন তৈরি হল সেই নিয়ে সমাধানের কথা ভাবা যেতে পারে।রাজ্য সরকারের উচিত , কেন্দ্রের সহায়তায়, বাস্তুচ্যুত মানুষদের তাদের থাকার জায়গায় পুনর্বাসনের জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া।
রাজ্য সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা, যাতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা করা যায়।