PB Statement

মার্কিন চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

৩১ জুলাই,২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি প্রকাশ করছেঃ

ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো তা কঠোরভাবে নিন্দা করছে। তিনি ভারতকে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক হ্রাস করার এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করারও নির্দেশ দিচ্ছেন। ভারতের সরকারকে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে এবং ভারতীয় জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার হুমকি দিচ্ছেন যে, যদি ভারত কৃষি, দুগ্ধ, ওষুধ এবং অন্যান্য ক্ষেত্র মার্কিন কর্পোরেশনগুলির শোষণের জন্য না উন্মুক্ত করে, তাহলে তিনি শুল্ক আরোপ করবেন। মার্কিন সরকারকে খুশি করতে ভারত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও তেল সংক্রান্ত চুক্তিতে প্রবেশ করেছে, যার আওতায় বহু বিলিয়ন ডলারের অস্ত্র ও তেল কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আরও ছাড় দাবি করছে।

সিপিআই(এম) ভারত সরকারের কাছে আহ্বান জানাচ্ছে, যেন তারা মার্কিন চাপে নতি স্বীকার না করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা ভারতীয় অর্থনীতি ও বাজারের শোষণ হতে না দেয়, যা ভারতীয় শিল্প ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর হবে। ভারতের জনগণ আশা করে যে বিজেপি-নেতৃত্বাধীন সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং মার্কিন দাদাগিরির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে।


শেয়ার করুন

উত্তর দিন