ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী), রেভোল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি এবং সারা ভারত ফরোয়ার্ড ব্লক একযোগে নিম্নলিখিত বিবৃতি জারি করেছেঃ
কৃষি আইন বাতিল করতে হবে
কৃষকদের সংগ্রামকে সমর্থন জানান
কেন্দ্রীয় সরকারকে নিজেদের একগুঁয়েমি ত্যাগ করে অবিলম্বে কৃষক সংগঠনগুলির উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতে হবে যে চলতি সপ্তাহের বাজেট অধিবেশনেই সংসদের পক্ষ থেকে কৃষি আইনগুলি বাতিল ঘোষণা করা হবে – বামদলগুলি একযোগে এই দাবী জানাচ্ছে। ইতিমধ্যেই সরকার আগামী ১৮ মাসের জন্য কৃষি আইনগুলিকে স্থগিত রাখার ইচ্ছাপ্রকাশ করেছে। দেশের সংসদে প্রণীত হয়ে, রাষ্ট্রপতির সাক্ষর সহ বিধিবদ্ধ সরকারী বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশিত হবার পরে কৃষি আইনগুলি এখন আমাদের দেশের বৈধ কানুনে পরিণত হয়েছে। এখন আর আইনগুলিকে আর স্থগিত রাখা যায় না। সুতরাং বর্তমানে এই সমস্যার সমাধানে একমাত্র যুক্তিসংগত উপায় হিসাবে সরকারকে আইনগুলিকে বাতিল করতে হবে, দেশের সংসদে কৃষি সংস্কার সম্পর্কে যথাযথ আলোচনায় সংশ্লিষ্ট সমস্ত অংশের (কৃষক, রাজ্য সরকার এবং অন্যান্যদের) মতামত সাপেক্ষেই নির্দিষ্ট প্রস্তাবএর ভিত্তিতে আইন প্রণয়নের বন্দোবস্ত করতে হবে।
কৃষি আইন বাতিলের দাবীতে দিল্লির নিকটে ভয়াবহ শীতের সময়ে কৃষকেরা যে অদম্য ঐক্য, দৃঢ়তা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং সারা দেশের অন্যান্য অংশের লাখো লাখো কৃষকেরা সেই লড়াইতে যেভাবে শান্তিপূর্ণ পথে থেকেই নিজেদের সমর্থন জানিয়েছেন তার প্রতি বাম দলগুলির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এখনও অবধি এই লড়াইতে একশো জনেরও বেশী কৃষক শহীদ হয়েছেন। আন্দোলনের শক্তি বৃদ্ধি ঘটছে প্রতিদিন। দেশের সাধারণতন্ত্র দিবসে দেশপ্রেমের নিদর্শন হিসাবে কৃষি আইন বাতিল এবং আমাদের দেশের ধর্মনিরপেক্ষ, গনতান্ত্রিক সাংবিধানকে রক্ষার দাবীতে কৃষক সংগঠনগুলি যে ট্রাক্টর র্যালির আহ্বান করেছে বামদলসমুহ তাকে অভিবাদন জানাচ্ছে।
আমাদের দেশের অন্নদাতাদের এই ঐতিহাসিক সংগ্রামের প্রতি বামেরা আরও একবার নিজেদের সংহতি এবং সমর্থন জানাচ্ছে।
সাক্ষর
সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
ডি রাজা, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি
দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) – লিবারেশন
দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, সারা ভারত ফরোয়ার্ড ব্লক
মনোজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, রেভোল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি
শেয়ার করুন