প্রদীপ তা ও কমল গায়েন-এর শহীদ দিবসে বর্ধমানে পার্টি রাজ্য সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র স্পষ্ট ভাবেই বলেন লুম্পেন তৃণমূল ও ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে বৃহত্তর লড়াই আজকের দিনের দাবি। ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি যখন পরিকল্পনা করে প্রাক্তন বিধায়ক ও পার্টি নেতা প্রদীপ তা ও সংস্কৃতি আন্দোলনের নেতৃত্ব কমল গায়েন কে হত্যা করা হয় তখন বর্ধমানের এসপি ছিলেন এসএমএইচ মির্জা । তৃণমূলী প্রশাসনের অনুগত এই অফিসার উপযুক্ত তদন্ত তখন করেননি। ইনি সেই দূর্নীতিগ্রস্ত আইপিএস অফিসার যাকে পরবর্তীতে 'নারদ' স্টিং অপারেশানে ঘুষ নিতে দেখা গেছে।
অগণিত মানুষের সমাবেশে এই স্মরণ সভা থেকে স্বৈরাচার ও ফ্যাসীবাদ বিরোধী লড়াইকে জোরদার করার ডাক ওঠে।
গনশক্তি ১
গনশক্তি ২