ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
বিশাখাপত্তনমে এল জি পলিমার্স প্ল্যান্টে গ্যাস লিক হবার ঘটনাকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো অত্যন্ত আতংকজনক হিসাবে বিবেচনা করছে। এখনও অবধি পাওয়া তথ্যের ভিত্তিতে দশ জনের বেশি মানুষ এই ঘটনায় মারা গিয়েছেন এবং এক হাজারেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
এই দুর্ঘটনাকে স্পষ্টভাবেই কোম্পানির কর্তৃপক্ষের তরফে এক অপরাধযোগ্য অবহেলার ফলাফল। লকডাউনের বিধিনিষেধ শিথিল হবার পরে বন্ধ কারখানা আবার চালু হবার সময়ে যথাযোগ্য সতর্কতামূলক ব্যাবস্থা নেওয়া হয়েছিল কিনা সেই ব্যাপারে যথাযথ তদন্তের প্রয়োজন রয়েছে।
গ্যাস লিক হয়ে তৈরি হওয়া পুরু ধোঁয়ার মধ্যেই মানুষজন আতঙ্কে নিজেদের বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং পালানর চেষ্টা করতে গিয়ে প্রাথমিক ভাবে মৃত্যু হয় শ্বাসরোধের ফলে। সঠিক সময়ে আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেবার ব্যাবস্থাপনায় জেলা কর্তৃপক্ষের তরফে ব্যার্থতাই দায়ী বলে খবর পাওয়া গেছে।
এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত করে যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবী জানাচ্ছে সিপিআই(এম)’র পলিট ব্যুরো। এই ঘটনায় এল জি পলিমার্স কর্তৃপক্ষের ভূমিকাকে নিন্দনীয় হিসাবে বিবেচনা করে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। মৃতদের পরিবারবর্গকে ৫০ লক্ষ টাকা এবং আক্রান্তদের পরিবারগুলীকেও এই মর্মে যথাযথ ক্ষতিপূরণের আওতায় আনতে হবে।
শেয়ার করুন