Site icon CPI(M)

Protests across the state, protesting the leftist henster…

Sunday,19April,2020

করোনা সংক্রমণ আর লকডাউনের ফলে বিপদে পরা মানুষের দাবী নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই ১৮ই এপ্রিল শনিবার কলকাতার রেড রোডে প্রতিকী কর্মসূচি গ্রহণ করেছিলেন রাজ্য বামফ্রন্ট ও রাজ্যের বাম সহযোগী দল সমূহের নেতৃবৃন্দ। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাম নেতৃত্বকে হেনস্থা করে গ্রেপ্তার করে তারই প্রতিবাদে ১৯শে এপ্রিল লকডাউনের নিয়ম মেনেই প্রতিবাদে সামিল হলো গোটা রাজ্য।

এর সাথে সাথে রেশন দুর্নীতি বন্ধ ও আরও বেশি পরীক্ষার দাবি তো ছিলই। রাজ্যের ২২টি জেলাতেই এই কর্মসূচি পালন করেন সিপিআই(এম) সহ বামদলগুলি। এই শান্তিপূর্ণ প্রতিকী প্রতিবাদ কর্মসূচিতেও দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় পুলিশ প্রতিবাদকারীদের মারধর, হেনস্থা, মোবাইল কেড়ে নেওয়া,গ্রেপ্তার ইত্যাদি করে।

এছাড়াও আজকে বেশ কয়েকটি জেলায় এই দাবি নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই BDO ডেপুটেশন দেওয়া হয়। আজকের কর্মসূচির শেষে বাম নেতৃত্ব ঘোষণা করেন যতদিন না রাজ্য ও কেন্দ্রীয় সরকার ভাষণ বন্ধ করে রেশনের ব্যবস্হা করবে ও বিজ্ঞাপন বন্ধ করে পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা করবে ততোদিন বাম দলগুলি গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিবাদ চালিয়ে যাবে।

শেয়ার করুন