PB Statement

গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হচ্ছে

৮এপ্রিল,২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - এর পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - এর পলিট ব্যুরো গ্যাস সিলিন্ডারের ব্যাপক মূল্য বৃদ্ধির পাশাপাশি পেট্রোল ও ডিজেলের ওপর বিশেষ আবগারি শুল্ক আরোপকে কঠোরভাবে নিন্দা করে।

কেন্দ্রীয় সরকার সাধারণ ও ভর্তুকিযুক্ত উভয় ক্ষেত্রেই গ্যাস সিলিন্ডারের দামে ৫০ টাকার বৃদ্ধি ঘোষণা করেছে, যার ফলে প্রায় ৭,০০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা জনগণের উপর চাপবে।পাশাপাশি, সরকার পেট্রোল ও ডিজেলের উপর বিশেষ আবগারি শুল্ক ৩২,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়িয়েছে।

গ্যাসের দামের এই ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতির কারণে ইতিমধ্যেই চাপে থাকা জনগণের জীবনকে আরও বিপর্যস্ত করবে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম কমে যাওয়া সত্ত্বেও সরকার তার সুফল জনগণের কাছে না পৌঁছে দিয়ে বরং অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বিশেষ আবগারি শুল্কের নামে সমস্ত রাজস্ব নিজে রাখার চেষ্টা করছে সরকার, যা যুক্তরাষ্ট্রীয় নীতির পরিপন্থী।

সিপিআই(এম) সরকারের কাছে এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে এবং পার্টির সমস্ত ইউনিটকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।


শেয়ার করুন

উত্তর দিন