ওয়েবডেস্কের প্রতিবেদন
ভাঙা ঘরের ছবি নিয়ে পঞ্চায়েত ভিত্তিক ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা টাঙানোর দাবিতে মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে, ব্লক দপ্তর ও পঞ্চায়েতে। ৯ জুলাই পশ্চিম মেদিনীপুরের কলাই কুন্দা ,জলচক, খুরশী, ডুঙ্গা প্রভৃতি গ্রাম পঞ্চায়েতে মানুষ লাল ঝান্ডার সাথে বুঝে নিতে গেল নিজেদের অধিকার।
সিপিআই(এম) এর নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে শামিল হন গ্রাম বাসীদের অধিকার বুঝে নিতে। গরিব মানুষের বরাদ্দ কাজের টাকা থেকে আমফানে ক্ষতিগ্রস্ত দের ঘরবাড়ি, পরিযায়ী শ্রমিক দের রেশন ও কুপন- সবেতেই তৃণমূল বিজেপি ভাগবাটোয়ারা করে লুঠ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী সর্বদলীয় সভায় আমফন ক্ষতি পূরণ প্রাপকদের তালিকা প্রকাশের দাবি মেনে নিলেও, এখনো পর্যন্ত কোথাও কোনো দপ্তরে সেই তালিকা প্রকাশ করা হয়নি।এর বিরুদ্ধে লাল ঝান্ডার প্রতিবাদী আন্দোলনেও মানুষের অংশগ্রহণ বাড়ছে।
একই চিত্র দেখা গেল উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লক ও পঞ্চায়েতে। আমফানে ক্ষতিপূরণে দুর্নীতি, পঞ্চায়েত ভিত্তিক ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা প্রকাশ করা ও পেট্রোল ডিজেলের বেলাগাম মূল্যবৃদ্ধি, তিন মাসের বিদ্যুত বিল মুকুব, শ্রম আইন সংশোধন, প্রতিটি গরিব পরিবারকে প্রতিমাসে ৭৫০০ টাকা করে দেওয়া ইত্যাদি ৯ দফা দাবি নিয়ে ৯জুলাই বৃহস্পতিবার বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট ১ব্লকের বিডিও 'র কাছে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন দেওয়া হয়। প্রায় একই দাবিতে স্বরূপ নিহত ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয় বামফ্রন্টের পক্ষ থেকে।
শেয়ার করুন