আচ্ছেদিনে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম, প্রায় ৩৭ টাকা

৩০জুন, ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন:
,
গত কয়েকদিন ধরে একটানা পেট্রোল ডিজেলে (petrol diesel) দাম বাড়িয়েছে কেন্দ্র। যার জেরে ইতিমধ্যেই প্রাণ ওষ্ঠাগত। এবার ফের একবার আমজনতার ওপর খাঁড়ার ঘা। আজ থেকে বেড়ে গেল রান্নার গ্যাসের (lpg) দামও।

জানা গেছে, ১ জুন থেকে দেশের চারটি মেট্রো শহরে Indane-র ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১১টাকা ৫০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত। দিল্লিতে এলপিজি-র দাম ১১.৫০ টাকা বেড়ে দাঁড়াল ৫৯৩ টাকা। কলকাতায় অবশ্য গ্রাহকদের সিলিন্ডার পিছু গুনতে হবে বাড়তি ৩১.৫০ টাকা। ভর্তুকিহীন এলপিজি-র দাম এই শহরে বেড়ে হল ৬১৬ টাকা।

মোটামুটি সমস্ত মেট্রো শহর মিলিয়ে সর্বাধিক ৩৭ টাকা পর্যন্ত বেড়েছে (LPG Cylinder Price) গ্যাস সিলিন্ডারের দাম। ১ জুন থেকেই প্রযোজ্য হচ্ছে এই দাম। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা অর্থাৎ হরেগড়ে আপনাকে দিতে হবে ৩২ টাকা ৷ তাই আগে যেখানে কলকাতায় গ্যাসের দাম ছিল ৫৮৪ টাকা ৫০ পয়সা, এখন তা বেড়ে হল ৬১৬ টাকা। তবে দিল্লি এবং মুম্বইয়ে কলকাতার থেকে কিছুটা কমই দাম বেড়েছে সিলিন্ডারের। সেখানে সিলিন্ডার (১৪.২ কেজি) পিছু ১১ টাকা ৫০ পয়সা করে বেড়েছে ভর্তুকিহীন গ্যাসের দাম। ওদিকে চেন্নাইয়ে সবচেয়ে বেশি হয়েছে দাম। সেখানে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৩৭ টাকা।


শেয়ার করুন

উত্তর দিন