বাম দলগুলি – ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী – লেনিনবাদী), রেভোল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি এবং সারা ভারত ফরোয়ার্ড ব্লক একযোগে নিম্নলিখিত প্রেস বিবৃতি জারী করেছেঃ
ভারত বনধে সারা দেশের জনগণের অভূতপূর্ব সমর্থন লাভ
ভারত বিরোধী, কৃষক বিরোধী নয়া কৃষি আইনসমূহ বাতিলের দাবীতে কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে কিষান সংগঠনগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ ৮ ডিসেম্বর সারা ভারত বনধের যে আহ্বান জানানো হয়েছিল তা গোটা দেশেই জনগণের অভূতপূর্ব সমর্থন লাভ করেছে। এই বনধ মানুষের কাছে থেকে যেরকম স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে তাতে একথা স্পষ্ট যে কৃষকদের আন্দোলন – সংগ্রামের প্রতি জনগণের সমর্থন রয়েছে।
কৃষকদের একনিষ্ঠ লড়াই ও ত্যাগস্বীকার এবং তাদের এই লড়াইতে ভারতের জনগণের পক্ষ থেকে যে ব্যাপক সংহতি ও সমর্থন আজ গোটা দেশ দেখেছে তার প্রতি বাম দলগুলি অভিনন্দন জানাচ্ছে। কৃষকদের এই সংগ্রামকে মান্যতা দিয়ে তাদের ন্যায্য দাবী কেন্দ্রীয় সরকার মেনে নিক, বাম দলগুলির পক্ষে এই দাবী জানানো হচ্ছে।
সাক্ষর
সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, সিপিআই(এম)
ডি রাজা, সাধারণ সম্পাদক, সিপিআই
দীপঙ্কর ভট্টাচার্য ,সাধারণ সম্পাদক, সিপিআই(এম এল)
দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, এ আই এফ বি
মনোজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, আর এস পি
শেয়ার করুন