প্রয়াত হলেন চিত্রশিল্পী সতীশ গুজরাল।

২৬ মার্চ, ২০২০

চিত্র শিল্পী সতীশ গুজরাল গতকাল প্রয়াত হয়েছে। নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

১৯২৫ সালে পাকিস্তানের ঝিলামে তিনি জন্মগ্রহণ করেন। সংস্কৃতি জগতে তাঁর অপরিসীম অবদানের কথা লোকমুখেও স্বীকৃত।

তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, তার শিল্পের প্রথম পাঠটি অনুপ্রাণিত হয়েছিল কবি ফয়েজ আহমেদ ফয়েজ এবং ইকবালের মত কবিদের কবিতার শব্দবন্ধ থেকে। চিত্রশিল্পী সতীশ গুজরাল শিল্পকর্মের জন্য পদ্ম ভূষণ পুরস্কার লাভ করেন।

হাতের ভাস্কর্য হোক আর ক্যানভাসে তুলির টান দুই বিষয়েই তিনি ছিলেন পন্ডিত মানুষ। তিনি তাঁর এই অবদানের জন্য বহু পুরস্কার পেয়েছেন।
এছাড়াও তিনি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালের ভাই। শিল্পীর প্রয়াণেই শোকপ্রকাশ করেছেন শিল্প সাহিত্য প্রেমী মানুষ জন।
আমরাও শিল্পীর প্রয়ানে ব্যাথিত।


শেয়ার করুন

উত্তর দিন