২২ মে, ২০২৫
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো বিবৃতিঃ
ছত্তিশগড়ে মাওবাদীদের সাধারণ সম্পাদক নাম্বলা কেশবরাও সহ সে দলের ২৭ জনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এহেন হত্যার তীব্র নিন্দা করছে। মাওবাদীদের তরফে বারংবার আলোচনায় বসার আবেদন জানানো হলেও কেন্দ্রীয় সরকার ও ছত্তিশগড় রাজ্যের বিজেপি সরকার কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের পথে চলতে চায়নি। মাওবাদীদের আবেদনে সাড়া না দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার হত্যা ও ধ্বংসের অমানবিক নীতি অনুসরণ করেছে।
সংশ্লিষ্ট প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বিভিন্ন বিবৃতিতে নির্দিষ্ট সময়সীমার উল্লেখ সহ আলোচনার কোনও প্রয়োজন নেই বলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর ঘোষিত বয়ানকেই তুলে ধরা হয়েছে। মানুষের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় উদযাপন করার মতো আচরণে ফ্যাসিবাদী ধাঁচের মনোভাবই স্পষ্ট হয়। এহেন আচরণ গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।
একাধিক রাজনৈতিক দল সহ নাগরিকদের তরফে সংশ্লিষ্ট প্রসঙ্গে সরকারের কাছে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আবেদন জানানো হয়। মাওবাদীদের রাজনীতির বিরোধী হওয়া স্বত্বেও আমরা চাই সরকার মাওবাদীদের আলোচনার আবেদনে সাড়া দিয়ে অবিলম্বে সমস্ত আধাসামরিক অভিযান স্থগিত রাখুক।