২মার্চ, ২০২৩ (বিকাল ৫টা অবধি পাওয়া তথ্যের ভিত্তিতে)
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র বিবৃতিঃ
চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ না হলেও বোঝাই যাচ্ছে অল্প ব্যবধানের জোরে ত্রিপুরায় বিজেপি জোট নির্বাচনে জয়ী হতে চলেছে। ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসন রয়েছে, গতবার অর্থাৎ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ৪৪টি আসনে জয়ী হয়েছিল।১০
প্রচুর অর্থব্যয় সহ যাবতীয় অন্যায় আচরণের বিনিময়েও তারা এইবারের নির্বাচনে অল্প ব্যবধানে জয় ধরে রেখেছে।
বিজেপি’কে পরাস্থ করতে যারা বামফ্রন্ট সহ বিরোধীদের পক্ষে রায় দিয়েছেন তাদের সবাইকে সিপিআই(এম)-র পক্ষে অভিনন্দন।
আমাদের পার্টি এবং বামফ্রন্টের হাজার হাজার ক্যডার ও কর্মীরা যারা বিগত পাঁচ বছর ধরে বহুবিধ নিপীড়ন সহ্য করেও এইবারের নির্বাচনে সাহসের সাথে লড়াই চালিয়েছেন, দীর্ঘদিন জনসাধারণের মধ্যে পার্টির কাজকে এগিয়ে নিয়ে যেতে বহু বাধা সত্বেও মানুষের সামনে এই নির্বাচনে প্রচারের বার্তা পৌঁছে দিয়েছেন এমন সবাইকে পার্টির পলিট ব্যুরোর পক্ষ থেকে অভিনন্দন।
আগামিদিনে লড়াইয়ের জন্য জরুরী শক্তিতে সঞ্জাত হয়ে মানুষের অধিকার ও স্বার্থরক্ষার সংগ্রামে নিজেদের অঙ্গীকার অনুযায়ী সিপিআই(এম) এগিয়ে চলবে।