ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো বিবৃতি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মনে করে, পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী ও সরকার যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকেননি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানাই যে অবিলম্বে সংসদের অধিবেশন আহ্বান করা হোক. দেশের জনগণকে পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করা হোক এবং প্রয়োজনে ব্যাখ্যা চাওয়ার সুযোগও দেওয়া হোক।
এর পরিবর্তে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করতে শুধু বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী একটি বৈঠক ডাকেন। একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরনের পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা সহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েই এমন একটি বৈঠক ডাকা হোক।
সরকারের প্রথম দায়বদ্ধতা দেশের জনগণের প্রতি। তার কাজকর্মে স্বচ্ছতা থাকা আবশ্যক। শাসক দলের নেতৃবৃন্দ এবং এমনকি রাজ্য পর্যায়ের মন্ত্রীদের দ্বারা পরিস্থিতিকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করা উচিত।
রাজ্যসভায় আমাদের দলের নেতাকে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে বিভিন্ন দেশের উদ্দেশ্যে কূটনৈতিক প্রয়াস হিসাবে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। উপরোক্ত বিষয়গুলিতে পার্টির আপত্তি ও দাবিসমূহের পুনরুল্লেখ করার সাথেই বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা মনে করি এমন প্রতিনিধিদলের অংশ হওয়া আমাদের দায়িত্ব।