PB Statement

৭ অক্টোবর গাজা যুদ্ধের সমাপ্তি এবং প্যালেস্তাইনের সাথে সংহতি দিবস পালন করুন 

২৬সেপ্টেম্বর,২০২৪

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং বিপ্লবী সমাজবাদী পার্টির পক্ষ থেকে যৌথভাবে নিম্নলিখিত বিবৃতি জারি করা হয়েছে:

৭ অক্টোবর গাজা যুদ্ধের সমাপ্তি এবং প্যালেস্তাইনের সাথে সংহতি দিবস পালন করুন 

৭ অক্টোবর, গাজায় ইস্রায়েলের নরসংহারক যুদ্ধের এক বছর পূর্ণ হতে চলেছে। গত বছরের ৭ই অক্টোবর ইস্রায়েলের অভ্যন্তরে হামাসের আক্রমণের প্রতিশোধ নেওয়ার নামে ইস্রায়েলি সশস্ত্র বাহিনী গাজায় প্যালেস্তিনীয়দের ওপর নৃশংস ও নির্বিচারে হামলা চালিয়েছে। এই যুদ্ধের ফলে প্রায় ৪২,০০০ প্যালেস্তিনীয়, প্রধানত নারী ও শিশু মারা গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও কয়েক হাজার। ইস্রায়েলের বর্বর বিমান ও স্থলপথে বোমা হামলার থেকে বাসস্থান, স্কুল এবং হাসপাতাল কিছুই রেহাই পায়নি। স্বনামধন্য স্বাস্থ্য সংক্রান্ত পত্রিকা দ্য ল্যানসেট, অনুমান করে যে ইসরায়েলের আগ্রাসনে মৃতের সংখ্যা প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় গণনা করলে সংখ্যাটা ৮৫,০০০ এর উপরে হতে পারে (৬ আগস্ট পর্যন্ত)।

ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) এই বছরের জানুয়ারিতে ইস্রায়েলি পদক্ষেপকে সম্ভাব্য গণহত্যার দিকে পরিচালিত বলে অভিহিত করেছিল এবং ইস্রায়েলকে গাজায় সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছিল। ইস্রায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতির জন্য অর্থবহ সব আলোচনা প্রত্যাখ্যান করেছে।

শুধু তাই নয়, বিগত এক বছর ধরেই অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয়দের ওপর হামলা চালিয়েছে ইস্রায়েল। ইস্রায়েল বোমা বিস্ফোরণ ঘটাতে ব্যাপক আকারে পেজার এবং অন্যান্য যোগাযোগের মাধ্যম ব্যবহার করেছে, এবং এই সংঘাতের বিস্তার লেবানন অবধি ছড়িয়ে দিয়েছে। 

সারা বিশ্বে, লক্ষ লক্ষ মানুষ ইস্রায়েলি গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই বর্বর যুদ্ধের প্রথম বার্ষিকীতে, ভারতের শান্তিপ্রিয় মানুষ অবিলম্বে  যুদ্ধের পরিসমাপ্তির দাবি জানায়।

বাম দলগুলি অবিলম্বে যুদ্ধবিরতি এবং বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়ে ৭অক্টোবর,২০২৪ দিনটি পালন করবে। এই দিনটিতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হবে; ভারত সরকারকে ইস্রায়েলে সমস্ত অস্ত্র রপ্তানি বন্ধ করার জন্য এবং একটি দ্বি-রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান হবে, যার ভিত্তিতে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের অস্তিত্ব বাস্তবায়িত যেতে পারে।


শেয়ার করুন

উত্তর দিন