সৌম্যদীপ রাহা
তেভাগার সেনাপতি হেমন্ত ঘোষাল লিখছেন ,
"….সলিল ছিল একেবারে ঘরের ছেলে,গলায় একটা সিঙ্গল রিডের হারমোনিয়াম ঝুলিয়ে যখন তখন যেখানে সেখানে পৌঁছে যেতো আর হাটে মাঠে গান গেয়ে বেড়াতো,ওর উৎসাহে কখনও কখনও আমি গানের দলে ভিড়ে যেতাম,আর গেয়ে উঠতাম ' জান কবুল আর মান কবুল,আর দেবো না আর দেবো না রক্তে বোনা ধান মোদের প্রাণ হো ।'এমনি করেই গণসঙ্গীত কিষাণের জীবনের শরিক হয়ে ওঠে ,…..।"
এভাবেই তৈরি হয় জীবনের গান আর বেঁচে থাকেন জীবনের শিল্পী সলিল চৌধুরী ।
এঁনারা জ্বেলেছিলেন আলো ; সেই আলোয় এখনও পথ হাঁটছে ….হেঁটে চলেছে ….গলি থেকে পথে পথে ……জীবনের শিল্পীরা।
জন্মদিনে প্রণাম প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সেনানী শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে ।
শেয়ার করুন